আল্লাহর মদদ প্রাপ্ত এক রিকশা্ওয়ালা
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৯ আগস্ট, ২০১৫, ০২:৩৩:০১ দুপুর
হত দরিদ্র এক রিক্সাওয়ালা,
কোন রকম খেয়ে পড়ে বেচে আছে। সারাদিন রিক্সা চালায়, নামাযের সময় নামায পড়ে, রোজার সময় রোজা রাখে।
রিক্সা চালিয়ে দৈনিক যা আয় করে তাই দিয়েই সংসার চলে যায়। এভাবেই চলছিল তার দিনকাল। একদা মসজিদের মিম্বারে হজ্বের ফজিলত শুনে তার দিলটা ঢুকরে ওঠে ! আল্লাহ তায়ালা তাকে সামর্থ দেন নি, কিন্তু নিয়্যত করতে তো দোষ নেই !
সে নিয়্যত করলো, যেভাবেই হোক সে একবারের জন্য হলেও বাইতুল্লাহ দর্শনে যাবে। প্রতি বছর হজ্ব মৌসুম এলেই তার বুকে অজানা কষ্টের ঢেউ খেলে যেতো।
সে করলো কি, নিয়্যত করার পর থেকে রিক্সা চালিয়ে দিনের প্রথম যে টাকাটা পেতো তা সে হজ্বের নিয়্যতে জমা করতো।
দেখতে দেখতে আবারো হজ্ব মৌসুম চলে আসলো, আবার সেই চেনা কষ্টের ঝড় তার হৃদয়ে বইতে শুরু করলো। একদিন সকালে রিক্সা নিয়ে বেরিয়ে প্রথম যে যাত্রী পেলো তিনি ছিলেন একজন মাওলানা এবং একটা হজ্ব এজেন্সীর মালিক। মাওলানা সাহেব গন্তব্যে পৌছে ভাড়া দিতেই রিক্সাওয়ালা "আল্লাহ" বলে একটা দীর্ঘশাষ দিয়ে টাকাটা পকেটে রাখলো।
তার আল্লাহ বলার মধ্যে একাগ্রতা, কষ্ট ও হৃদয়ের ব্যকুলতা দেখে মাওলানা সাহেব জানতে চাইলেন
- কোন সমস্যা ভাই?
.... না হুজুর, কোন সমস্যা নেই।
- তাহলে এভাবে আল্লাহকে ডাকলেন যে?
... এমনিতেই, আপনার সময় বয়ে যাচ্ছে, আপনাকে বলে লাভ নেই।
- না বলুন, কি হয়েছে আপনার?
... হুজুর এসব শুনে কোন লাভ নেই, আপনার দেরি হয়ে যাচ্ছে।
- নাহ, আমাকে শুনতেই হবে ! বলুন...
মাওলানা সাহেবের পীড়াপিড়িতে অবশেষে বলতে বাধ্য হলেন উনার হৃদয়ের বাসনার কথা।
... মাওলানা সাহেব উনার একটা কার্ড ধরিয়ে দিয়ে বললেন, আপনার কাছে যত টাকা জমা হয়েছে তা নিয়ে চলে আসবেন আমার এখানে। আপনার পাসপোর্ট ভিসা, যাতায়াত সব কিছুর ব্যবস্থা করে দেবো !
রিক্সাওয়ালার বিশ্বাস হলো মাওলানা সাহেবের কথাটা। তাই পরের দিনই তার জমানো টাকা নিয়ে মাওলানা সাহেবের সাথে দেখা করলেন। তিনি তার পাসপোর্ট, ভিসা, যাতায়াত সহ যত টাকা লাগে সব ব্যবস্থা করে দিলেন। সেই সাথে এক রিক্সাওয়ালার হজ্বে যাওয়ার স্বপ্ন পূরন হলো। সে যখন হজ্ব থেকে ফিরলো, তখন মাওলানা সাহেব তার হাতে তার জমাকৃত টাকা ধরিয়ে দিয়ে বললো,
- এই নাও তোমার জমানো টাকা !
রিক্সাওয়ালা বেচারা গড় গড় করে চোখের পানি ছেড়ে দিলো !
আল্লাহ তায়ালা মানুষের ইখলাস দেখেন, নিয়্যত দেখেন। কেউ যখন ইখলাসের সাথে কোন নিয়্যত করে, দুনিয়ার হিসেবে সে চাহিদা পূরনে অসম্ভব মনে হলেও আল্লাহ তায়ালা তা অবশ্যই অবশ্যই পুরা করে দেন।
আল্লাহ তায়ালা আমাদের ইখলাস ওয়ালা হিসেবে কবুল করুন। আমীন।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহ ! কত সুন্দর আল্লাহর কুদরত।
আল্লাহতায়লা মানুষের ভাল ইচ্ছা পূরন করে দেন।
মন্তব্য করতে লগইন করুন