আইনের রক্ষক যারা তারাই যদি ভক্ষক হয়, তাহলে কোন্ দেশে বাস করছি আমরা?
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ আগস্ট, ২০১৫, ০৩:১৬:৪৪ দুপুর
জঙ্গী সংগঠনে অর্থায়নে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সম্প্রতি তিন আইনজীবীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনকে রক্ষা করার পবিত্র দায়িত্ব তুলে নিয়েছেন যারা সেই তারাই যদি দেশকে অশান্ত ও অকার্যকর করতে জঙ্গীদের সঙ্গে হাত মেলান তবে তা রীতিমতো দুঃখজনক। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিন আইনজীবী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। জানা গেছে, গ্রেফতারকৃত আইনজীবীরা সরকারবিরোধী আন্দোলনে মদদ যোগাতে জঙ্গীদের সহযোগিতা করছে।জঙ্গী সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’-এর সমন্বয়ক মনিরুজ্জামান ডনের এ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা স্বীকার করেছেন ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবী। এখন প্রশ্ন, গ্রেফতারকৃত এই আইনজীবীরা দেশবাসীর সামনে কী বলবেন? দেশের মানুষ মনে করে, যারা আইন দিয়ে মানুষের মৌলিক অধিকার ও দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার পবিত্র দায়িত্ব নিয়ে শপথ নিয়েছেন তারা কী করে এ ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকেন? বিষয়টি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। সাধারণ জনগণ যাদের নীতিকে আদর্শ হিসেবে বেছে নিবে তাদের মাঝেই যদি এ ধরনের কু প্রবৃত্তি কাজ করে তাহলে দেশের উন্নতি কিভাবে সম্ভব?
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারে জোর করে চেপে থাকা ডজন খনেক গুন্ডাদের?
হাইকোর্ট সুপ্রীম কোর্ট পুলিশ র্যাব সবগুলারেই ত বলদ বানাইয়া রাখছে হাসিনা আর ইনু।
লাখ টাকা দিয়া বিচারপতিরে পোষা কুত্তা আর কোটি টাকা র্যাবরে ভাড়াটে খুনী বানাইচে এই পিশাচ গুন্ডার দল।
তুই আবার নীতিকথা কস? ধুতিচাটা মেরুদন্ডহীন সারমেয়!
মন্তব্য করতে লগইন করুন