উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে নাস্তিক্যবাদীদের দোসররা এক মুহুর্তও টিকবে না -পীর সাহেব চরমোনাই

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ৩০ জুলাই, ২০১৫, ০৯:৪১:৪৬ সকাল





ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, তাবৎ আল্লাহদ্রোহী শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচারে নেমেছে। আল্লাহ, রাসুল (সা.), পবিত্র হজ্ব নিয়ে অশ্লীল বক্তব্য-বিবৃতি দিয়ে ৯২ ভাগ মুসলমানদের ঈমান ও আমল ধ্বংস করে দিতে চাইছে। নাস্তিক-মুরতাদদের আস্ফালন দিন দিন বেড়েই চলছে। নাস্তিক্যবাদী গোষ্ঠীকে মদদ দিচ্ছে বর্তমান সরকার।

তিনি বলেন, নেতানেত্রীদের বিরুদ্ধে কটুক্তি করলে ২৪ ঘন্টায় বিচার হয় কিন্তু আল্লাহ ও রাসূল সা.-কে নিয়ে কটাক্ষ করলে ২৪ মাসেও বিচার হয় না। ঈমানদার মুসলমানরা এবং উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে নাস্তিক্যবাদীদের দোসররা একমুহুর্তও টিকবে না, ইনশাআল্লাহ। আল্লাহ এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে কথা বললে তার বিচার হবে না, তা কোনোভাবেই সহ্য করা হবে না। সময় এসেছে ঐ সকল মুরতাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বাঘারপাড়া মাদরাসা চত্ত্বরে অনুষ্ঠিত উলামা ও সুধী সমাবেশে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারি রুহানী কবি বেলাল হোসাইনের পরিচালনায় উলামা সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা রফিকুল ইসলাম, সাবেক জেলা সভাপতি অধ্যাপক মাওলানা নাজমুল হুদা, অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, মিয়া মুহা. আব্দুল হালিম, আলহাজ্ব মাওলানা শোয়াইব হোসাইন, আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, মুফতী মাসুম বিল্লাহ, শ্রমিক নেতা রুহুল আমীন সাদী প্রমুখসহ শ্রমিক ও ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আন্তর্জাতিক পানি আইন লঙ্ঘন করে বাংলাদেশকে স্থায়ী মরু ভূমিতে পরিণত করার জন্য ভারত বাংলাদেশকে এক তরফাভাবে আন্ত:নদী সংযোগ মহাপ্রকল্প হাতে নিয়েছে। তিনি এই প্রকল্প বাতিলে সরকারকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ভারত যখন এই প্রকল্প চালু করার জন্য মরিয়া তখনও সীমান্তে বাংলাদেশীদের নির্মমভাবে হত্যা করছে। কাজেই ভারতের সাথে কোনো চুক্তি নয়, সকল চুক্তি বাতিল করতে হবে।

এদিকে সন্ধ্যায় শহরের পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে ইসলামী সম্মেলনে পীর সাহেব চরমোনাই প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বিষয়: বিবিধ

১৩৯৪ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332621
৩০ জুলাই ২০১৫ সকাল ১০:৩০
অনেক পথ বাকি লিখেছেন : কথা সত্য তবে ওলামা কেরামরা জীবনেও এক হবে না।
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৫
274899
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : হতাশ না হয়ে দোয়া করুন ভাই।Praying Praying Praying
332622
৩০ জুলাই ২০১৫ সকাল ১০:৩০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
বাতিলকে মোকাবিলা করতে হলে সব ইসলামী শক্তিকে মতভেদ ভূলে ঐক্য গড়তে হবে।
ঐক্য ছাড়া তো কিছু্ই সম্ভব নয়। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৫
274900
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ,সুন্দর মন্তব্য করেছেন ।জাযাকাল্লাহ।
332638
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন : এই সমাবেশ কি বাঁশের প্যান্ডেল বেয়ে ভক্তদের উঠা নামার ইভেন্টটি ছিল ?
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:৩৬
274901
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তা ছিল কি না জানিনা ।তবে নাস্তিক ,মুরতাদ,মুনাফিকদের জন্যযে ব্যাবস্হা ছিল তা বলা যায়।
৩০ জুলাই ২০১৫ দুপুর ০১:১০
274909
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
274942
রক্তলাল লিখেছেন : বাঁশের পেন্ডেলের কাহিনী জিবনে বুঝলাম না। এটা কি আসলেই চরমোনাইয়ের ওয়াজের ভিডিও ছিল?

জিবনে কল্পনাও করিনি এমন বিচিত্র কিছু দেখব।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৭
275482
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : রক্তলাল-জীবনে বিচিত্র অনেক কিছুই দেখা যায় । তা আমাদের কে বিবেক দিয়ে বিবেচনা করতে হবে ।বিরোধিতার জন্য কারো বিরোধিতা করা উচিত না।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:২৩
275492
রক্তলাল লিখেছেন : মিয়াজী ভাই, এর মানে ওটা আসলেই চরমোনাইয়ের ওয়াজের ভিডিও?
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
275519
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : রক্তলাল - কোন ভিডিও টা???
332643
৩০ জুলাই ২০১৫ দুপুর ১২:৪০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পীর সাহেব বলেছেন,
উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে নাস্তিক্যবাদীদের দোসররা এক মুহুর্তও টিকবে না

এই কথায় কোন সন্দেহ নাই, এমনকি হিন্দু, বৌদ্ধ, ইহুদী, খৃষ্টানেরাও বিশ্বাস করে। প্রশ্ন হল, ঐক্য করার জন্য কে কতটুকু চেষ্টা করেছে? বাংলাদেশে ঐক্য হবার জন্য সবচেয়ে বড় বাধা মতবাদ নয়। কে সে ঐক্য প্রচেষ্টার জোটে প্রধান হবেন, সেটা নির্ধারণ করাই বড় বাধা। হাফেজী হুজুরের সময় প্রায় সকল আলেম এক সাথে ছিল। তাঁর মৃত্যুর পর সবাই বিচ্ছিন্ন কাঁচের টুকরার মত খন্ড-বিখন্ড হয়ে গেল সেই একটি মাত্র কারণে কে হবেন 'প্রধান'।

এক বনে নাকি দুই বাঘ থাকেনা কিন্তু ইসলামী জলসার ময়দানে অসংখ্যা বাঘ। তাই কেউ কারো আনুগত্য করতে রাজি নয়, আবার সবাই আনুগত্য করবে এমন ব্যক্তিরও জন্ম হয় নাই।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৮
275483
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : একবারে খারাপ বলেন নাই।আমাদের এখন আল্লাহর কাছে ফরিয়াদই একমাত্র সম্বল।
332651
৩০ জুলাই ২০১৫ দুপুর ০১:১১
ছালসাবিল লিখেছেন : অপ্রিয় সত্য কথা Unlucky Unlucky
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৮
275484
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ,ঠিক বলেছেন।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪০
275498
ছালসাবিল লিখেছেন : Rolling on the Floor Tongue
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৪
275520
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : Tongue Tongue Tongue
332687
৩০ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৯
রক্তলাল লিখেছেন : চরমোনাইত আলেমদের বিভক্ত করতে হেফাযতের মিটিংয়ে গিয়ে নানা তদবীর করলেন।
০৩ আগস্ট ২০১৫ দুপুর ১২:১৪
275488
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমার জানা মতে ইহা একটি জঘন্য মিথ্যাচার ।আমাদের কাছে সেই ভিডি্ও আছে ।সেখানে পীর সাহেব চরমোনাই কি বলেছেন হয়তো আপনি অবশ্যই জেনেছেন ।তারপরেও একটু বলছি, পীর সাহেব বক্তৃতার চুম্বক অংশ হল,তিনি বলেন আমরা বার বার জোট করি ,আর সে জোটের ফায়দা ভোগ করে আ.লীগ না হয় বি এন পি ।আমাদের উচিত এমন ভাবে জোট করা যেন আমরাই ফায়দা লাভ করতে পারি।বি এন পি ,আ,লীগ আমাদেরকে বার বার ব্যাবহার করে ।আর আমরা ব্যাকহৃত হচ্ছি ।আমাদেরকে এমন একটা অবস্হান তৈরি করতে হবে যে ,তারা নয় ,বরং আমরাই তাদেরকে প্রয়োজনে ব্যাবহার করতে পারি ।
333368
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৬
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই , জাযাকাল্লাহ , চালিয়ে যান ,
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪১
275518
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : শুকরিয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File