একজন হাস্যউজ্জল মাজলুম বীর সম্পাদকের এভাবেই মৃত্যু হবে?
লিখেছেন লিখেছেন muktar ১২ জুন, ২০১৩, ১২:৪৮:১২ দুপুর

কোন ধরনের সাইবার অপরাধ না করা স্বত্তেও দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক সম্পাদক মাহমুদুর রহমানের আবারো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মনে প্রশ্ন জাগে যে পুলিশ এই রিমান্ড আবেদন করেছে এবং যে বিচারক সেটি মঞ্জুর করেছে তারা কি আদৌ সাইবার অপরাধ কি জিনিস সেটা জানে? আল্লাহ্ তুমি এই মজলুমের সহায় হও। তোমার গায়েবী মদদে এদের ষড়যন্ত্র নস্যাৎ করে দাও।
বিষয়: বিবিধ
১৫১৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন