ইউটিউব থেকে 'ইনোসেন্স অব মুসলিমস' মুছে দেওয়ার আন্দোলন মুসলিমদের পরাজয়!
লিখেছেন লিখেছেন muktar ০৫ জুন, ২০১৩, ০৯:৫৭:৫৬ রাত
যে চলচ্চিত্রের কারণে বাংলাদেশে দীর্ঘদিন বন্ধ ছিল সেই ‘ইনোসেন্স অব মুসলিমস’ রেখেই বুধবার চালু হলো ইউটিউব। নবী মুহম্মদকে (সা.) হেয় করে নির্মিত চলচ্চিত্রটি গত বছর ইউটিউবে প্রকাশের পর সারা বিশ্বে বিক্ষোভে ফুঁসে ওঠে মুসলমানরা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে তা সহিংস রূপ নেয়। এর জের ধরে বাংলাদেশেও চলচ্চিত্রটির প্রচার বন্ধ করার দাবিতে জনগণ বিক্ষোভ করে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ১৭ সেপ্টেম্বর ইউটিউব বন্ধ করে সরকার।
চলচ্চিত্রটি সরিয়ে নেয়ার শর্তে মিশর, পাকিস্তানসহ আলো কয়েকটি দেশে ইউটিউব চালু হলেও বাংলাদেশে তেমন উদ্যোগ চোখে পড়েনি। দীর্ঘদিন বাংলাদেশ থেকে ভিডিও শেয়ারিংয়ের এ সাইটটি সরাসরি দেখা যায়নি। তবে অন্যভাবে প্রক্সি সিস্টেমের মাধ্যমে এটি দেখা যেত।
নানা মহল থেকে দাবি ওঠার পরও সরকার ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে কোনো আলোচনায় না গিয়ে দিনের দিনের পর দিন সাইটটি বন্ধ রাখে। এখন সেই বিতর্কিত চলচ্চিত্রটির ট্রেইলার রেখেই ইউটিউব চালু করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন