জাহান্নামী আর জান্নাতী

লিখেছেন লিখেছেন মদীনার আলো ০২ এপ্রিল, ২০১৩, ১২:৪৩:২২ দুপুর

আনাস (রা) বলেন, আল্লাহ্‌র রসূল (ﷺ) বলেছেন, “ক্বিয়ামাতের দিন জাহান্নামীদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল। অতঃপর তাকে জাহান্নামে একবার [মাত্র] চুবানো হবে, তারপর তাঁকে বলা হবে, ‘হে আদম সন্তান ! তুমি কি কখনো ভাল জিনিস দেখেছ ? তোমার নিকটে কি কখনও সুখ-সামগ্রী এসেছে ? সে বলবে, না। আল্লাহ্‌র কসম ! হে প্রভু !’ আর জান্নাতীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে, যে দুনিয়ার সবচেয়ে দুখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে [মাত্র একবার] চুবানোর পর বলা হবে, ‘হে আদম সন্তান ! তুমি কি কখনো কষ্ট দেখছ ? তোমার উপর কি কখনো বিপদ গেছে ? সে বলবে, না। আল্লাহ্‌র কসম ! আমর উপর কোনদিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোন বিপদও দেখিনি।”

[সহীহ মুসলিম, হাদীস ২৮০৭]

বিষয়: বিবিধ

৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File