একটি শোক সংবাদ !!!

লিখেছেন লিখেছেন মদীনার আলো ২৫ মার্চ, ২০১৩, ১০:৩৫:৫৭ সকাল



সিরিয়ার ঐতিহাসিক মসজিদ জামে বনু উমাইয়ার একজন খতীব শায়খ আল্লামা সাঈদ রামাযান আল বুতি বৃহস্পতিবারের জুমার রাতে মসজিদে ইলমী দরস দেয়ার সময় অভিশপ্তদের চক্রান্তে এক আত্মঘাতি বোমাহামলাকারীর আক্রমণে তিনি শহীদ হোন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত দান করুন। সুম্মা আমীন।

তিনি সিরিয়ারStar দামেস্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং শাম অঞ্চলেরStar উলামাদের ঐক্যসংস্থার একজন প্রধান ছিলেন। এ মহান শায়খের শাহাদাতের সৌভাগ্যমন্ডিত নিথর দেহ চিরশয্যায় শায়িত করা হচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদে বনু উমাইয়ার পাশে, মুসলিম ইতিহাসের অনন্য বীর শহীদ সালাহউদ্দীন আইয়ুবীর কবরের পাশে। কি পরম সৌভাগ্য, কি সম্মান!!

সূত্রঃ

১. http://news.nationalpost.com/2013/03/21/syria-suicide-bombing-kills-top-pro-assad-sunni-muslim-preacher/

২. http://rt.com/news/damascus-mosque-suicide-attack-615/

ইসলামের কয়েক জন বীরের নাম যারা পবিত্র মসজিদে শহীদ হয়েছিলেন

১. উমার বিন আল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু)

২. উসমান ইবন আফফান (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু)

৩. আলী ইবন আবি তালিব (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু)

শহীদদের সম্পর্কে কুর'আন এর একটি আয়াত

"আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।" [সূরা আল-ইমরান ১৬৯]

*প্রসঙ্গত উল্লেখ্য যে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অনেক বার শামবাসী (বর্তমান সিরিয়া) জন্য দু’আ করেছিলেন।

বিষয়: বিবিধ

১৬২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File