আামাদের কি করা দরকার, আমরা কি করি?

লিখেছেন লিখেছেন মদীনার আলো ১৩ মার্চ, ২০১৩, ১০:২৬:৫৭ সকাল

আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত; রাসুল (সাঃ) বলেনঃ তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে দূরে থাকো।

(১)আল্লাহ্‌র সাথে কাউকে শরীক করা। (২) যাদু করা। (৩) যে জীবন ও প্রাণকে হত্যা করা আল্লাহ্‌ হারাম করেছেন তা অন্যায়ভাবে হত্যা করা। (৪) সূদ খাওয়া। (৫) ইয়াতীমের ধন-মাল আত্মসাত করা। (৬) যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা। (৭) পবিত্র চরিত্রের অধিকারিনী সরলপ্রাণ মুমিন স্ত্রীলোকের প্রতি চারিত্রিক অপবাদ আরোপ করা।

[বুখারী ও মুসলিম]

বিষয়: বিবিধ

১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File