অপরের জন্য উত্তম চিন্তা নিজের জন্য কল্যাণকর হয়।

লিখেছেন লিখেছেন মদীনার আলো ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:২৯:৩৮ সন্ধ্যা

এক পিঁপড়া নদীর

তীরে পানি খেতে গেলো।

কিন্তু

সে পানিতে পড়ে স্রোতে ভেসে যেতে লাগলো।

এক কবুতর নদীর তীরে গাছের

ডালে বসে দেখছিল।

সে একটা পাতা ছিঁড়ে পানিতে ফেলল।

পিঁপড়াটি পাতায় উঠে নিজের

জীবন বাঁচাল।

কিছুক্ষণ পরই এক

শিকারি সেখানে আসলো।

সে গাছের

ডালে কবুতরটিকে দেখে চুপিচুপি আগাতে লাগলো।

কবুতরের দিকে বন্দুক তাক করল।

পিঁপড়া এটা দেখল। কিন্তু কবুতর

সেটা খেয়াল করল না।

পিঁপড়াটি গিয়ে শিকারির

পায়ে কামড় দিল। ব্যাথায়

চিৎকার

করে উঠলো শিকারি। সেই

চিৎকারে উড়ে গেলো কবুতর। তার

প্রাণ বেঁচে গেলো

সংগৃহিত

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267614
২২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
বিন হারুন লিখেছেন : কিন্তু আমরা বলি অতি ভক্তি চোরের লক্ষণ. এই উক্তিটি কার জানি না. তবে দেশ থেকে ভক্তি, শ্রদ্ধা উঠে যাচ্ছে তাই সত্য. বেশ ভাল লাগল.



সুন্দর সংগ্রহের জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File