জ্ঞান (ইলম) এবং সম্পদের মধ্যে পার্থক্য
লিখেছেন লিখেছেন মদীনার আলো ২১ মার্চ, ২০১৪, ০৯:৩৮:৪৮ সকাল
ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাঃ) কে প্রশ্ন করা হয়েছিল, জ্ঞান এবং সম্পদের মধ্যে পার্থক্য কী? উত্তরে তিনি ১১ টি পার্থক্যের কথা বলেছিলেন। সেগুলো হলঃ
১. জ্ঞান নবী-রাসূলগণের সম্পদ, আর ফিরআউন ও কারুনের সম্পদ হচ্ছে মাল।
২. জ্ঞান পাহারা দিতে হয় না, কিন্তু সম্পদের পাহারা দিতে হয়।
৩. জ্ঞান মানুষকে বন্ধুতে পরিণত করে, কিন্তু সম্পদ মানুষকে শত্রু বানায়।
৪. জ্ঞান বিতরণে কমে না,বরং বৃদ্ধি পায়, কিন্তু সম্পদ বিতরণে কমে যায়।
৫. জ্ঞান মানুষকে কৃপণ বানায় না, কিন্তু সম্পদ মানুষকে কৃপণ বানায়।
৬. জ্ঞান হারানোর ভয় থাকে না। কিন্তু সম্পদ হারানোর ভয় থাকে।
৭. জ্ঞান ধ্বংসপ্রাপ্ত হয় না, কিন্তু সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়।
৮. জ্ঞানের সীমা পরিসীমা নেই, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা আছে।
৯. জ্ঞান মানুষের অন্তরকে আলোকিত করে, কিন্তু সম্পদ মানুষের অন্তরকে আলোকিত করে না।
১০. জ্ঞান মানবতার জন্ম দেয়, কিন্তু সম্পদ মানবতার জন্ম দেয় না বরং ক্ষতি সাধন করে।
১১. জ্ঞানের অংশীদার নেই, কিন্তু সম্পদের অংশীদার আছে।
সংগৃহিত
বিষয়: বিবিধ
১৬১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন