স্যার আলবার্ট আইনস্টাইন এর জীবনের কিছু মজার ঘটনা

লিখেছেন লিখেছেন মদীনার আলো ০৭ মার্চ, ২০১৪, ০৯:০১:৩৮ সকাল

১।আইনস্টাইন বিশ্বখ্যাত তাঁর আপেক্ষিক তত্ত্বের জন্য। কিন্তু কে কী ভাবত তাঁর আপেক্ষিক তত্ত্ব নিয়ে? জার্মান বা ফরাসীরা? ১৯৩০-এর দশকে সরবোনে (Sorbonne) বক্তৃতা দেওয়ার সময় এ বিষয়ে বলেন, ‘যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয়, তবে জার্মানি আমাকে জার্মান হিসেবে দাবি করবে। আর ফ্রান্স বলবে যে আমি পুরো বিশ্বের নাগরিক। কিন্তু যদি তত্ত্বটা ভুল প্রমাণিত হয়, তবে ফ্রান্স বলবে, আমি একজন জার্মান এবং জার্মানি বলবে আমি হলাম ইহুদি।’

২। একবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, ‘আপনি একটু সহজ করে আপনার তত্ত্বটা আমাদের বোঝাবেন?’ আইনস্টাইন তখন এই গল্পটা শোনালেন।আমি একবার বন্ধুর সঙ্গে হাঁটছিলাম। বন্ধুটি ছিল অন্ধ। আমি বললাম, দুধ পানকরতে ইচ্ছা করছে। ‘দুধ?’ বন্ধুটি বলল, ‘পান করা বুঝি, কিন্তু দুধ কী জিনিস?’ ‘একটা সাদা তরল পদার্থ।’ বললাম আমি। ‘তরল আমি বুঝি, কিন্তু সাদা জিনিসটা কী?’ ‘বকের পালকের রং।’‘পালক আমি বুঝি, কিন্তু বক কী?’‘ঘাড় কুঁজো বা বাঁকানো ঘাড়ের এক পাখি।’‘ঘাড় সে তো বুঝি। কিন্তু এই কুঁজো কথাটার মানে কী?’ এরপর আর ধৈর্য থাকে, বলুন! আমি তার হাতটা ধরে এক ঝটকায় টানটান করলাম। বললাম, ‘এটা এখন একদম সোজা, তাই না। তারপর ধরো, কনুই বরাবর এটা ভেঙে দিলাম। এবার তোমার হাতটা যেমন আছে সেটাকেই কুঁজো বা বাঁকানো বলে, বুঝলে?’‘আহ্!’ অন্ধ বন্ধু বলল, ‘এবার বুঝেছি, দুধ বলতে তুমি কী বুঝিয়েছ।’

৩। মানুষ মাত্রই কি ভুল হয়? নিজের ভুলভ্রান্তি নিয়ে কী ভাবতেন আইনস্টাইন? ১৯৩৫ সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ‘পড়াশোনা ও গবেষণার জন্য আপনার কী কী দরকার?’ আইনস্টাইন বললেন,‘একটা ডেস্ক, কিছু কাগজ আর একটা পেনসিল। সঙ্গে দরকার বড় একটা ডাস্টবিন, যেখানে আমার সব ভুল করা বা ভুলে ভরা কাগজগুলো ফেলব!’

৪।এক সহকর্মী আইনস্টাইনের কাছে একবার তাঁর টেলিফোন নম্বরটা চাইলেন। তখন আইনস্টাইন একটা টেলিফোন বই খুঁজেবের করলেন এবং সে বইতে তাঁর নম্বরটা খুঁজতে লাগলেন। তখন সহকর্মীটি বললেন,‘কী ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে নেই আপনার?’ আইনস্টাইন বললেন, ‘না। তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন, সে তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন?

৫।১৯৩১ সালে চার্লি চাপলিন আমন্ত্রণ জানালেন আইনস্টাইনকে। তখন সিটি লাইটস সিনেমার স্কিনিং চলছিল চাপলিনের। তো যখন চাপলিন ও আইনস্টাইনশহরের পথ ধরে যাচ্ছিলেন, অনেক মানুষ ভিড় জমায়। চাপলিন আইনস্টাইনকে বললেন,‘সবাই আমাকে সহজেই বোঝে। এজন্যই আমার যত জনপ্রিয়তা। তা আপনাকে মানুষ এত পছন্দ করে কেন, বলতে পারেন?’ ‘আসলে’, আইনস্টাইন বলছেন, ‘কেউ আমাকে সহজে বুঝতেই পারে না বলে আমাকে এত বেশি পছন্দ করে!

সংগৃহিত

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188262
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:৩৪
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : সুন্দর সংগ্রহ ।
০৮ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
139982
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
188319
০৭ মার্চ ২০১৪ সকাল ১০:৫৬
হতভাগা লিখেছেন : স্যার উপাধি তো ইংল্যান্ডের রানী দিয়ে থাকেন ?

জার্মান নাগরিক হিসেবে আলবার্ট সাহেব কিভাবে এটা পেলেন ? ২য় বিশ্বযুদ্ধের সময় জার্মানী ছিল অক্ষ শক্তি এবং যুক্তরাজ্য ছিল মিত্র শক্তি ।
০৮ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
139981
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
188321
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:০৮
সজল আহমেদ লিখেছেন : চ্যাপলিনের সাথে উনার কথোপকথনটা ভাল্লাগ্ছে।
০৮ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
139980
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
188338
০৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : পড়ে পুলকিত হলাম। ধন্যবাদ।
০৮ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
139979
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
188419
০৭ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ মার্চ ২০১৪ সকাল ০৮:২৫
139978
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
188699
০৮ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৪
আওণ রাহ'বার লিখেছেন : খুউব ভালো লাগলো অনেক ধন্যবাদ। পিলাচ ++++++++ Good Luck
০৮ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
140114
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
189730
১০ মার্চ ২০১৪ সকাল ০৭:১৩
রেহনুমা বিনত আনিস লিখেছেন : খুব মজা পেলাম Happy
শেয়ার করার জন্য ধন্যবাদ Rose Rose
১০ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
141103
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File