হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে

লিখেছেন লিখেছেন মদীনার আলো ১২ ডিসেম্বর, ২০১৩, ১২:১৪:০৬ দুপুর



আবু কামিল ফূযায়ল ইবন হুসায়ন আন-জাহদারী (র)......আসীফ ইবন কায়স (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা আমি বের হলাম । এই লোকটিকে সাহায্য করা আমার ইচ্ছা ছিল । এ সময় আবু বাকর (রাঃ)-এর সাথে আমার সাক্ষাৎ হল । তখন তিনি বললেন, হে আহনাফ! তুমি কোথায় যেতে চাচ্ছ? তিনি বলেন, আমি বললাম, রাসুলুল্লাহ (সা) -এর চাচাত ভাই আলী (রাঃ)-এর সাহায্য করার জন্য আমি যেতে চাচ্ছি । আহনাফ (রাঃ) বলেন, অতঃপর তিনি আমাকে বললেন, হে আহনাফ! চলে যাও । কেননা রাসুলুল্লাহ (সা)-কে আমি একথা বলতে শুনেছি, যখন দু-জন মুসলমান তলোয়ার নিইয়ে পরস্পর যুদ্ধ করে তখন হত্যাকারী ও হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী হবে । একথা শুনে আমি বললাম অথবা বলা হল, হে আল্লাহর রাসুল (সা) হত্যাকারীর অবস্থা তো এই, তবে নিড়ে ব্যক্তির অবস্হা কি? উত্তরে তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করার প্রচেষ্টায় লিপ্ত ছিল ।

সহিহ মুসলিম :: বই ৪১ :: হাদিস ৬৮৯৮

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File