আমি এর অতিরিক্তও করব না এবং এর কমও করব না
লিখেছেন লিখেছেন মদীনার আলো ০৭ আগস্ট, ২০১৩, ১১:৪৪:৫৩ সকাল
আমর ইবন মুহাম্মাদ ইবনবুকায়র আল নাকিদ (র)… আনাস ইবন মালিক (রাঃ) থেকে বর্ণনা করেন । আনাস ইবন মালিক (রাঃ) বলেন,রাসুলুল্লাহ (সাঃ)-কে কোন বিষয়ে প্রশ্ন করার ব্যাপারে আমাদের নিষেধ করা হয়েছিল ।তাই আমরা চাইতাম যে, গ্রাম থেকে কোন বুদ্ধিমান ব্যক্তি এসে তাঁকে প্রশ্ন করুক আর আমরা তা শুনি । তারপর একদিন গ্রাম থেকে এক ব্যক্তি এসে রাসুলুল্লাহ (সাঃ)-কে বলল, হে মুহাম্মাদ! আমাদের কাছে আপনার দুত এসে বলেছে, আপনি দাবি করেছেন যে, আল্লাহ আপনাকে রাসুল হিসাবে পাঠিয়েছেন । রাসুল (সাঃ) বললেনঃ সত্যই বলেছে ।আগন্তুক বলল, আসমান কে সৃষ্টি করেছেন ? তিনি বললেনঃ আল্লাহ । আগন্তুক বলল, যমীন কে সৃষ্টি করেছেন ? রাসুল (সাঃ) বললেনঃ আল্লাহ । আগন্তুক বলল, এসব পর্বতমানা কে স্হাপন করেছেন এবং এর মধ্যে যা কিছু আছে তা কে সৃষ্টি করেছেন? রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ আল্লাহ । আগন্তুক বলল, কসম সেই সত্তার! যিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন এবং এসব পর্বতমালা স্হাপন করেছেন । আল্লাহই আপনাকে রাসুলরুপে পাঠিয়েছেন ? রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ হ্যা । আগন্তুক বলল, আপনার দূত বলে যে,আমাদের উপর দিনে ও রাতে পাচ ওয়াক্ত নামায ফরয । রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ সত্যই বলেছে । আগন্তুক বলল, যিনি আপনাকে রাসুলরুপে পাঠিয়েছেন তাঁর কসম, আল্লাহ-ই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন ? রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ হ্যা । আগন্তুক বলল, আপনার দূত বলে যে, আমাদের উপর আমাদের মালের যাকাত দেওয়া ফরয । রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ ঠিকই বলেছো আগন্তুক বলল, যিনি আপনাকে রাসুলরুপে পাঠিয়েছেন, তাঁর কসম, আল্লাহ-ই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন ? রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ হ্যা । আগন্তুক বলল, আপনার দূত বলে যে,প্রতি বছর রমযান মাসের রোযা পালন করা আমাদের উপর ফরয । রাসুলুল্লাহ (সাঃ) বললেন, সত্যই বলেছে ।আগন্তুক বলল,যিনি আপনাকে রাসুল হিসেবে পাঠিয়েছেন,তার কসম, আল্লাহ-ই কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন ? রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ হ্যা । আগন্তুক বলল, আপনার দূত বলে যে, আমাদের মধ্যে যে বায়তুল্লায় যেতে সক্ষম তার উপর হজ্জ ফরয । রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ সত্যি বলেছে । রাবী বলেন যে, তারপর আগন্তুক চলে যেতে যেতে বলল, যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন তার কসম, আমি এর অতিরিক্তও করব না এবং এর কমও করব না । এ কথা শুনে নবী করীম (সাঃ) বললেন, লোকটি সত্য বলে থাকলে অবশ্যই সে জান্নাতে যাবে
সহিহ মুসলিম :: বই ১ :: হাদিস ৯
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন