রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দরূদ পড়ার ফযীলত
লিখেছেন লিখেছেন মদীনার আলো ৩১ জুলাই, ২০১৩, ১০:৪২:৪২ রাত
হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেনঃ “যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পড়ে আল্লাহ এর বিনিময়ে তার ওপর দশবার রহমত নাযিল করেন।” (মুসলিম) রিয়াযুস স্বলিহীন বই ১৫ :: হাদিস ১৩৯৭
হযরত আবদুল্লাহ ইবনে মাসঊদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ “কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সর্বাপেক্ষা নিকটবর্তী হবে, যে আমার ওপর সর্বাধিক দরূদ পড়ে।” (তিরমিযী) রিয়াযুস স্বলিহীন বই ১৫ :: হাদিস ১৩৯৮
হযরত আওস ইবনে আওস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিনটি হচ্ছে জুমু’আর দিন। অতএব তোমরা ঐদিন আমার ওপর বেশি বেশি করে দরূদ পড়। কারণ তোমাদের দরূদগুলো আমার নিকট পেশ করা হয়। সাহাবা কিরাম (রা) আরয করেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমাদের দরূদ কিভাবে আপনার নিকট পেশ করা হবে, আপনি তো তখন যমীনের সাথে মিশে যাবেন? তিনি বললেনঃ “নিশ্চিত নবীগণের দেহকে আল্লাহ যমীনের জন্য হারাম করে দিয়েছেন।” (আবু দাঊদ)রিয়াযুস স্বলিহীন বই ১৫ :: হাদিস ১৩৯৯
হযরত ফাদ্বালা ইবনে উবাইদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) এক ব্যক্তিকে এর নামে নামাযে দু’আ করতে শুনলেন। কিন্তু সে দু’আয় মহান আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করলো না, নবী করীম (সা)-এর ওপর দরূদও পড়লো না। রাসূলুল্লাহ (সা) বললেনঃ এ ব্যক্তি তাড়াহুড়ো করেছে। তারপর তাকে ডেকে বললেন বা অন্য কাউকে বললেনঃ “যখন তোমাদের কেউ নামায শেষ করে, তখন তার পাক-পবিত্র প্রভুর হামদ ও সানা দিয়েই দু’আ শুরু করা উচিত, তারপর নবী করীম (সা)-এর ওপর দরূদ পাঠ করা উচিত, তারপর নিজের ইচ্ছা অনুযায়ী দু’আ করবে। (আবু দাঊদ ও তিরমিযী) রিয়াযুস স্বলিহীন বই ১৫ :: হাদিস ১৪০৪
হযরত আবু মুহাম্মাদ কা’ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা) একদিন আমাদের নিকট এলেন। আমরা তাঁকে বললামঃ ইয়া রাসূলুল্লাহ! আপনার ওপর সালাম কিভাবে পেশ করতে হয় তা আমরা জানি না। কিন্তু আপনার ওপর দরূদ কিভাবে পড়তে হবে? তিনি বললেনঃ “তোমরা বলোঃ আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিন ওয়া আলা আ- লি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা আ- লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ। আল্লাহুম্মা বা- রিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আ- লি মুহাম্মাদিন কামা বা- রাকতা আলা আ-লি ইবরাহীমা ইন্নাকা হামীদুম মাজীদ।” “(হে আল্লাহ!) রহম করুন মুহাম্মাদের ওপর এবং মুহাম্মাদের পরিবারবর্গের ওপর নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! বরকত দান করুন মুহাম্মাদের ওপর ও মুহাম্মাদের পরিবারবর্গের ওপর যেমন আপনি বরকত দান করেছেন ইবরাহীমের পরিবারবর্গের ওপর, নিঃসন্দেহে আপনি প্রশংসিত ও সম্মানিত।” (বুখারী ও মুসলিম) রিয়াযুস স্বলিহীন বই ১৫ :: হাদিস ১৪০৫
বিষয়: বিবিধ
১৮৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন