কিছু বিষয় খেয়াল করেই নাস্তিকদের বিরুদ্ধে লিখতে হবে।
লিখেছেন লিখেছেন সোনার বাংলার আহমদ ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১৬:৩৩ বিকাল
নাস্তিকদের বিরুদ্ধে বেশ লেখালিখি হচ্ছে। এটা বেশ ভাল লক্ষণ।
মানুষকে এদের সম্পর্কে জানান। তবে এ কারণে হত্যাকে বৈধতা দিবেন না। হত্যা হত্যাই, তার সুষ্ঠ তদন্ত হোক। এটা যে সরকারের বা নাস্তিকদের নাটক তাও জাতির কাছে ক্লিয়ার করা দরকার। কোন এক নাস্তিক কি বলছে এতে আল্লাহ তার রাসুলের কিছু আসে যায় না কিন্তু সজাগ থাকতে হবে সচেতন করতে হবে যাতে এ নাস্তিক গুলো বর্ণচোরা হয়ে সমাজের নেতৃত্বে আসতে না পারে। ইতিমধ্যেই তারা পুরনো লেখা মুছে মুখোশ পরিধান শুরু করেছে।
কোন ভাবেই এ ধরণের মন্তব্য করবেন না....
=হত্যাটা ঠিক ছিল
= যে মারছে ভালোই করছে
=নাস্তিকের এমন মৃত্যুই হওয়া উচিত
=আল্লাহর মাইর দুনিয়ার বাইর
=নাস্তিকের বেচে থাকার অধিকার নেই
=যে ঈমাম নামাজ পড়াইছে সে মুসলমান নয়
জানাযায় কে ছিল কে ছিলো না এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এটা আল্লাহ দেখবেন। আমাদের কাজ হবে এ সব আন্দোলন নাস্তিকেরা করছে ইসলামের বিরুদ্ধে এ সত্যটা মানুষের কাছে তুলে ধরা।
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন