নতুন ইসলাম পন্থী সাজতেছে নাস্তিকরা। সাধু সাবধান!!
লিখেছেন লিখেছেন সোনার বাংলার আহমদ ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫১:৪১ দুপুর
কিছু নাস্তিক ব্লগার নিজেদের নতুন নিকে অথবা পুরনো নিকের আগের সব লিখা মুছে দিয়ে নতুন করে ইসলাম পন্থী সেজে রাজিব(থাবা) কে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সাবধান থাকুন।
কে হত্যা করেছে এটা না জেনেই কারো বিরুদ্ধে অপপ্রচার চালানো কি প্রকৃত অপরাধীদের বাঁচানোর অপকৌশল নয়?
হত্যা হত্যাই। বিচার হওয়া উচিত। কিন্তু ওরা বিচার চায় না কারন খুজতে গেলে নিজেরাই ধরা খাবে হয়তো। তাই আগ বাড়িয়েই শিবিরের বিরুদ্ধে অপপ্রচার।
তারা জানাযার বিরোধীতার কিছু পোষ্ট কে রেফারেন্স হিসেবে ব্যাবহার করে বুঝাতে চাচ্ছে ইসলাম পন্থীরা খুন করেছে। এটা তো হল খুন পরবর্তী প্রতিক্রিয়া মাত্র।
জানাযা হওয়া উচিত কি অনুচিত সেটা ভিন্ন আলোচনার বিষয়। মুসলিম হলে জানাযা হবে হিন্দু হলে চিতায় নেয়া হবে..। যে যে ধর্মের সে ধর্ম অনুযায়ী শেষকৃত্য হবে। এক ধর্মে বিশ্বাসী লোককে অন্য ধর্মের রীতিতে দাফন করতে চাইলে তার বিরোধীতা কেউ করতেই পারে। এর সাথে খুনের সম্পর্ক কি?
নিজেরা মন্তব্য করতে সাবধান হওয়া দরকার। মুল পয়েন্টে আলোচনা জরুরী।
বিষয়: বিবিধ
১৭৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন