নীলিমা
লিখেছেন লিখেছেন আইমান হামিদ ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৫:৫৫ দুপুর
অরন্যে বসবাস, কেবল গহীনেই ত্রাস।
আদি সংস্কার ও প্রচলিত অদম্য আকর্ষণের যৌগিক অবস্থানেই চলছে অরন্য বধের প্রয়াস।
প্রলম্বিত প্রতীক্ষায় গহীনের হিংস্রতা উপেক্ষিত!
জলকণার কেলাসে মৌসুমি রংধনু, পিছু ছুটতেই বিক্ষিপ্ত অণু।
অচেনা কলতানে আলোড়িত কুহর, পুনঃপৌনিক শ্রবণে ভিন্ন সুর।
অজানা পথ্যের প্রচলিত রোগ, অচেনা সত্যের দীর্ঘ শোক।
প্রারম্ভে প্রাচুর্য, পরিণয় নগণ্য! অতীতের লাবণ্য, সৃতিতে প্রচ্ছন্ন।
ধ্যানেতে সদা প্রিয়ংবদা, বেধেছে সাধ লাজ দেবতা।
সুধায় আর্জি, যাহা মর্জি।
প্রতিবিম্বের পেছনের সত্যগুলো কেবল অজানাই থেকে যায়ঃ
অজ্ঞতায় শুদ্ধতা, মৌনতায় যোগ্যতা, সুধালে পাজী, উপেক্ষায় রাজী!
নৈকট্যে নালিশ, প্রস্থানে সালিশ, দূরত্বে অজুহাত, বচনে বাজিমাত!
দ্বায়ীত্ববোধে সমীহ তবে বেপরোয়ারায় আসক্তি!
০৬.১২.২০১২
নিউ ইয়র্ক
বিষয়: বিবিধ
১০১৩ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন