মর্মান্তিক খুশীর খবর

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ মার্চ, ২০১৩, ০৮:৩৪:১৫ সকাল



আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে চরম ত্যাগস্বীকারকারী মা-বোনেরা নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি চেয়েছেন সরকারের কাছে ।

বিষয়টা আমার কাছে অত্যন্ত মর্মান্তিক ঠেকেছে ! কারন স্বাধীনতা প্রাপ্তির এতগুলো বছর পেরিয়ে গেল, কেউ তাদের প্রাপ্য মর্যাদাটুকু আদায় করেনি । অথচ দলবাজি করে মুক্তিযুদ্ধের ভূয়া সনদ নিয়ে কতজন কত সুবিধা হাতিয়ে নিচ্ছে দেশ থেকে । অনেক খ্যাতিমান/ কুখ্যাত রাজাকারেরাও দলীয় ছায়ায় থেকে এখন মুক্তিযুদ্ধের একনিষ্ঠ সংগঠক হিসেবে পরিচিত।

সরকার রাজাকারদের তালিকা তৈরী ও শাস্তি দেয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করছে অথচ বীর ও বীরাংগনাদের কোন তালিকা কেউ আজ অবদি তৈরী করেনি !!

আমরা আশা করব, দেশের প্রতিটি অন্চলের আনাচে-কানাচে খুজে আমাদের সেইসব ত্যাগস্বীকারকারী ২লাখ মা-বোনদের তালিকা তৈরী করে তাদের মর্যাদার আসনে ভূষিত করা হোক । একিসাথে দেশের প্রত্যন্ত এলাকার প্রানউৎসর্গকারী ৩০ লাখ মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা তৈরী করা হোক ।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289664
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৮
শাহাদাৎ হোসেন শারমিন লিখেছেন : সুনডর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File