অল্পের জন্য অমানুষ হবার হাত থেকে জাতি রক্ষা পেল !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৯ এপ্রিল, ২০১৫, ০৭:৫৪:৪২ সকাল
সব কিছুই যেন নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে !!!
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে নিয়ে গনতন্ত্রের সংজ্ঞা কোন কিছুই বাদ যায়নি ! ভোটের অধিকার নামক কথাটি বাদ থাকবে কেন ??
বর্বর পাকিস্তনি হানাদার বাহিনি এতটা নির্লজ্জ ছিলনা যার ফলে ৭০ এর নির্বাচনে আওয়ামিলীগ জিতেছিল । পাকিস্তানিদেরকে যতই গালি দেইনা কেন সেটা কিন্তু বেমালুম ভুলে গেছি !!
ভোটের অধিকার কথাটার অর্থ কি দাড়ায় :-
- কেয়ারটেকারের জন্য একসময় আমরা দুর্বার আন্দোলন করলেও এখন তা হবে দেশদ্রোহি সন্ত্রাস ?
- আমাদের দলীয় প্রার্থী ছাড়া অন্যদেরকে ভোট দিলে তারা হবে অমানুষ ?
- আমাদের যারা রিক্রুটেড তারা মোবাইল কোর্ট করবে, আমাদেরকে জিতিয়ে দেয়ার জন্য বুক পেতে দিবে ?
- নির্বাচন কমিশনার আবদুল আজিজ বিএনপি সমর্থক সন্ধেহে তাকে হটিয়ে আমাদের দল দাস রকিবুদ্দিনকে বসাতে হবে ?
- সেনা সমর্থিত সরকার আমাদের আন্দোলনের ফসল এবং তার পাকা ফসল ঘরে তুললেও মুখে বলব তারা অগনতান্ত্রিক ?
- এক সময়কার আমাদের প্রধান দাবী কেয়ারটেকার সরকারকে বাতিল করে দিয়ে আজীবন ক্ষমতায় থাকার বন্দোবস্ত করব ?
- মাগুরা মার্কা নির্বাচন বলে সমালোচনা করব, আর বিনা ভোটে নির্বাচিত লোকদের নিয়ে সংসদ গঠন করব ?
- নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে রাখব ?
- অন্য দলের প্রাথীদের মামলা দিয়ে হয়রানি করে জেলে পুরব ?
- অন্য দলের এজেন্টদেরকে পিটিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেদের ক্যাডার দিয়ে ইচ্ছে মত ভোট দিব ? ইত্যাদি ইত্যাদি ---
ে এ যদি হয় চেতনাধারীদের গনতন্ত্রের সংজ্ঞা ও ভোটের অধিকার তাহলে দুনিয়ার শ্রেষ্ট প্রহসনমূলক কথাও নিশ্চয়ই জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি কথাটিই হবে !!!!!!!
http://www.monitorbd.net/newsdetail/detail/200/126097
সত্যিই অনেক ত্যাগের বিনিময়ে প্রধানমন্ত্রী ভোটের অধিকার ফিরে পেয়েছেন !!! যাক এ যাত্রায় জাতিকে অমানুষ হবার হাত থেকে রক্ষা করল প্রধানমন্ত্রীর নিজের সোনার ছেলেরা !!!
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এধরনের গনতন্ত্রই বাংলাদেশের মানুষ পছন্দ করে । আর যারা এটা ভাল করতে পারে তাদেরকেও নির্বাচিত করে ।
যে পথ ধরে এই ডাকাতির অধিকার তিনি জোর করে আঁকড়ে আছেন, সে পথ ধরেই এটা ছাড়তে হবে। পার্থক্যটা হল সন্মানের সাথে নাকি অপমানের সাথে।
শেখ হাসিনা আপমানের রাস্তা ধরে বিদায় নেবার অদম্য বাসনা প্রকাশ করছেন। আমরা তাকে সেভাবেই বিদায় দেব।
মন্তব্য করতে লগইন করুন