বস্রহরনকারীরা সোনার ছেলে হইলে আমজনতা তব অমানুষই হইবে !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ এপ্রিল, ২০১৫, ০৮:০৩:৫৫ সকাল

প্রধানমন্ত্রীর সূবচন !!!

‘যেভাবে খালেদা জিয়া, তার ক্যাডাররা মানুষ পুড়িয়েছে, এরপর কে তাকে ভোট দেবে? যার ভেতরে এতটুকু মনুষ্যত্ববোধ আছে, যাদের বিবেক আছে, তারা কি এই বিএনপিকে আর ভোট দেবে? বিএনপি করবে? বিএনপির পাশে দাঁড়াবে? বা ওই জামায়াতের পাশে থাকবে?’‘যারা অমানুষ, যাদের কোনো মনুষ্যত্ববোধ নাই, তারা যেতে পারে। যার মনুষ্যত্ববোধ আছে, তারা যাবে না।’ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ।

http://www.monitorbd.net/newsdetail/detail/200/125729

পেট্রোল বোমায় দগ্ধ হইয়াই কি তবে বুঝিতে হইবে কি ভয়ংকর যাতনা তাহায় !! পেট্রোল বোমা ছুড়িয়া যাহারা মানুষ মারে তাহারা মানুষ না দানব তাহাও কি প্রধানমন্ত্রীর ওয়াজ করিয়া জনতাকে বুঝাইতে হইবে !!! গান পাউড়ার ছিটাইয়া মানুষ পোড়াইলে কি কষ্ট কম হয় কিনা প্রধানমন্ত্রীর তরে খুব জানিতে ইচ্ছে করে !!! লগি বৈঠার তান্ডবলীলা কি তবে মানুষের বৈশিষ্ট !!!!

একসময় প্রবাদ ছিল 'গোয়াল ভরা গরু - পুকুর ভরা মাছ' । আর এখন জনতা বলে, ' দেশ ভরা ক্যাডার -পুকুর ভরা লাশ । পুকুর, ডোবা, খাল-বিল, নদী-নালা এখন শুধু লাশ আর লাশ !!!!! কিন্তু মন্ত্রীরা বলে দেশের পরিস্হিতি অন্য যে কোন সময়ের চেয়ে ভাল !!!

মানুষ কহে, উন্নতি নয় আগে শান্তিতে ঘুমাইতে চাই । স্কুল পড়ুয়া কন্যাদের পরিমলদের হাত থেকে বাচাইতে চাই, কলেজ-ভার্সিটি পড়ুয়া মেয়েদের মানিকদের হাত থেকে নিরাপত্তা চাই । প্রকাশ্যে দিবালোকে নারীর সম্ভ্রমহানি হয় ? ভিসি বলে এধরনের ঘটনা ঘটে থাকলে ওরা বহিরাগত !!! প্রক্টর ব্যস্ত দাবার চালে !! আর নুন খাওয়া কমিশনার মনিরুলরা বলে বস্রহরনের কোন ঘটনা ঘটেনি !!! কারনটা কি তব ওরা সবাই সোনার ছেলে বলে !!!!

এ যদি হয় প্রধানমন্ত্রী তত্বের মানুষের বৈশিস্ট, তবে অমানুষ হইতে আমার কোন দ্বিধা নাই !!

বিষয়: বিবিধ

১০৯৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317073
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩০
২৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৪০
258220
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ধন্য হইলাম ! জনতা কি কখনো কহিয়াছে, আপনার পিতা রুদ্ররোষে পড়িয়াই তবে পরিজনসহ খুন হইয়াছিল !!!
317110
২৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অমানুষ রা মানুষ কেই অমানুষ মনে করে।
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ১২:১৫
258269
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : দিনকে দিন যেন বেপরোয়া ভাব বাড়িয়াই চলিয়াছে !!
317147
২৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১২
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৩
258423
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : Praying
317180
২৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
মুিনর লিখেছেন : সত্য কথা বলতে কি মানুষ পুড়ে মারার ইতিহাস বাংলাদেশ আওয়ামী লীগের আছে। একটার জন্য ১০ টা লাশ পালাইতে হবে। একথা একমাত্র আমাদের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাছিনাই বলতে পারেন। লগি বইঠা দিয়ে মানুষ মারার আদেশ একমাত্র নামাজী কোরআন তেলাওয়াত কারিনী শেখ হাছিনাই দিতে পারেন। মরা মানুষের উপর নৃত্য করার পর ও যদি অমানুষ না হয় তাহলে অমানুষের সংঘা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোন সাহিত্যিকের নাই। তিন সিটির সাধারণ জনগণ এবার তাদের নীরব ভোট বিপ্লবের মাধ্যমে বুঝাইয়ে দিবে কারা মানুষ আর কারা অমানুষ?
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৪
258424
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : দিনকে দিন যেন বেপরোয়া ভাব বাড়িয়াই চলিয়াছে !!
317231
২৭ এপ্রিল ২০১৫ রাত ১০:০০
আবু জান্নাত লিখেছেন : মানুষ ও অমানুষদের নতুন সংজ্ঞা তৈরী হোক।
২৮ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৫
258425
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : এখনতো উনারা যা বলেন তাই হয় সংজ্ঞা !!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File