ডিজিটাল বাংলাদেশের একি হাল !!!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ৩০ ডিসেম্বর, ২০১৪, ০২:৪৫:৩৫ রাত



গত ক'দিন ধরে অনেকেরই মিডিয়ায় চোখ আটকে ছিল মতান্তরে ২৫০-৬০০ ফুট গভীরতার একটি অরক্ষিত ও খোলা পানির পাইপের তলে আটকে পড়া শিশু জিয়াদ/জিহাদকে নিয়ে । দোয়া-দরুদেরও যেমন কমতি হয়নি দেশজুড়ে, তেমনি টিটকিরি-টিপ্পনিতেও কম যায়নি দেশের মানুষ । কেউ সরকারী দলের ষড়যন্ত্র আবার কেউ বিরোধী দলের গন্ধ পেতেও ছাড়েনি । মাঝ থেকে অভাগা জিয়াদ দেশের আম জনতাকে কাঁদিয়ে পরপারে পাড়ি জমিয়েছে ।

মিডিয়ায় যখন দেখছিলাম 'আমি রশি ধরে রাখতে পারছিনা' নামক করুন এক কথা, অত্যাধুনিক সারভাইল্যান্স ক্যামেরায় শুধু আরশোলা আর টিকটিকির সন্ধান পাওয়া যায় । কোন আদম সন্তানের টিকিটিও খুঁজে পাওয়া যায়না ! ২৩ ঘন্টা বিরামহীন প্রচেষ্টা চালিয়ে অবশেষে পাইপের মুখ চিরতরে ঝালাই করে দিতে উদ্যোগ নেয়া হয়, তখন ভেবেছিলাম দেশটা সত্যি ডিজিটালাইজড হয়ে গিয়েছে ।

দেশের সেরা মেধাবীরা কি তাহলে এখন আর সরকারী চাকুরী পায়না ? নাকি পে কমিশনের বর্ধিত বেতনের হিসেব ও ঘুষ আর কমিশন মিলে মাসিক ও বার্ষিক ইনকামের হিসেব কষতে-কষতে ব্রেনটাও ডিজিটাল হয়ে গিয়েছে । দেশটা যতই ডিজিটাল হচ্ছে, মানুষের বুদ্ধি যেন পায়ের তলায় গিয়ে ঠেকছে !!।

তখন ইচ্ছে হয়েছিল ফায়ার সার্ভিসের ডিজি বা স্বরাষ্ট্র মন্ত্রীর নাতি-পুতি কাউকে জিয়াদের সাথে ঐ পাইপের তলায় ফেলে দিয়ে জাতি একবার দেখতে পারত পাইপের তলা থেকে কিভাবে এবং কত দ্রুত জিয়াদ উদ্ধার হয় ।

ভাগ্যিস কিছু খেটে খাওয়া মানুষ এখনো দেশে রয়েছে । তাদের এনালগ পদ্ধতিই জিয়াদের মত আম জনতার ভরসা । ডিজিটালরা শুধু মানুষের রক্তচোষা প্রানীতেই রুপান্তরিত হচ্ছে ।

বিষয়: বিবিধ

৮০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298030
৩০ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:২৮
হতভাগা লিখেছেন : কোটা , জেলা , জেন্ডার, এথনিক আর দলীয় নিয়োগের পরেই না মেধা আসবে !

যে দেশে গুনীর কদর হয় না সে দেশে গুনী জন্মায় না
298149
৩০ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এইটাই ডিজিটাল!!
আমরা হলাম এনালগ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File