একজন তরুনীর রহস্যময় কান্না ও সমাজের দায়িত্ব ?
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৩:০১ সকাল
সাম্প্রতিক সময়ের মিডিয়ায় সবচেয়ে বেশী একটি আলোচিত ঘটনা সম্ভবত একজন চিত্রনায়িকা ও জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে নিয়ে । উনারা অনেক দিন ধরে স্বামী-স্ত্রীর মত সময় কাটিয়েছিলেন বলে সাক্ষাতকারে জানিয়েছেন নায়িকা । ক্রিকেটার প্রায় বছরখানেক পরে এসে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছেন এবং পরিবারের সম্মতিতে অন্যখানে বিয়ে করবেন বলে সায় দিয়েছেন । অতঃপর নায়িকা এতদিনের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছেন ।
সমাজ কি করছে ?
এককথায় বলা যায় দারুনভাবে উপভোগ করছে । যুগলের নিশিরাইতের একান্ত কথাগুলো ব্যপকভাবে প্রচার করে একধরনের যৌনসুখ উপভোগ করছে !!!! বলা যায় পর্নোঅডিও শুনছেন সবাই !!! ধর্ষনের ঘটনা ঘটলেই কি কিভাবে সংঘটিত হইল তাহা খুটিয়ে খুটিয়ে বর্ননা করিয়া সবাইকে বুঝাইতে হইবে !!!!! স্বামী-স্ত্রী একান্তে যাকিছুই করুক, বাইরে গিয়ে কি প্রকাশ্যে একজন আরেকজনাকে জড়িয়ে ধরে বা আলিংগন করে ? করেনা, এসব বেলেল্লাপনা ।
এবার আসুন আল-কোরানের ক'টি আয়াত দেখি -
১। এটি একটি সূরা, আমি এটি নাযিল করেছি এবং একে ফরয করে দিয়েছি আর এর মধ্যে সুস্পষ্ট নির্দেশসমূহ নাযিল করেছি। হয়তো তোমরা শিক্ষা গ্রহণ করবে৷
২) ব্যভিচারিনী ও ব্যভিচারী উভয়ের প্রত্যেককে এক শত বেত্রাঘাত করো৷ আর আল্লাহর দীনের ব্যাপারে তাদের প্রতি কোন মমত্ববোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনো ৷ আর তাদেরকে শাস্তি দেবার সময় মু’মিনদের একটি দল যেন উপস্থিত থাকে ।
৩) ব্যভিচারী যেন ব্যভিচারিনী বা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে না করে এবং ব্যভিচারিনীকে যেন ব্যভিচারী বা মুশরিক ছাড়া আর কেউ বিয়ে না করে ৷ আর এটা হারাম করে দেয়া হয়েছে মু’মিনদের জন্য৷
৪) আর যারা সতী-সাধ্বী নারীর ওপর অপবাদ লাগায়, তারপর চারজন সাক্ষী আনে না , তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ কখনো গ্রহণ করো না ৷ তারা নিজেরাই ফাসেক ৷
৫) তবে যারা এরপর তাওবা করে এবং শুধরে যায়, অবশ্যই আল্লাহ (তাদের পক্ষে) ক্ষমাশীল ও মেহেরবান৷ (সুরা নুর) ।
উপরোক্ত আয়াতসমুহ থেকে কিছু বিষয় আমরা দেখতে পাই - ব্যভিচারের অপরাধে অভিযুক্তদের যথোপযুক্ত সাজা নিশ্চিত করা সমাজের দায়িত্ব । একিসাথে ব্যভিচারের ঘটনা নিয়ে মুখরোচক আলাপ-আলোচনা থেকে বিরত থাকা । মুমিনরা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত (সুরা মুমিনুন) ।
নায়িকাটি এখন ইসলামি কায়দায় পোষাক পরে মিডিয়ায় এসে অনেকের টিটকিরির সুযোগ করে দিয়েছেন । আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ দিই এ কারনে যে, তিনি ইসলামি পোষাক পরে অগনিত লোককেও অন্ততঃ একটি গুনাহ থেকে বাচিঁয়েছেন ।
সমাজের অসংখ্য তরুনীর জন্য এখানে একটি চমৎকার শিক্ষনীয় বিষয় রয়েছে - অভিভাবকের অনুমতি ছাড়া যেন কেউ বিয়ে না করে, প্রেম-পিরিতি নামক নষ্টামিও নয় । রাসুলুল্লাহ সাঃ বলেছেন,কোন নারীর জন্য অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বাতিল বা গ্রহনযোগ্য হবেনা । তথাকথিত আধুনিক নারীরা ইসলামের এসব নিয়ম মেনে চললে কোন প্রতারক ক্রিকেটার তাদের দূর্বলতার সূযোগ নিতে পারবেনা ।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে দুইজনই মজা লুটেছে । আজ যদি ঘটনা উল্টো হত তাহলে কি হ্যাপীর মত রুবেল এত কভারেজ পেত ? বা রুবেল কি হ্যাপীকে প্রতারক বলে নিজের দিকে ফোকাস আনতে পারতো ?
আমাদের সমাজ হচ্ছে নারীর প্রতি অতিমাত্রায় পক্ষপাতসুলভ । এক হাতে তালি বাজে না - এটা বুঝেও তারা এসব ক্ষেত্রে ছেলেদেরকেই দোষী বানায় ।
ফরেনসিক রিপোর্ট প্রস্তুত । দেখা যাক সেখানে কি আছে । শামারুখেরও কিন্তু ফরেনসিক রিপোর্ট হয়েছিল !
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
নবী মোহাম্মদ নিজেই দাসীদের সাথে বিয়ে বহিঃভুত ব্যাভিচার, ফূর্তীফার্তী যৌননতা করতেন। তো সবার আগে নবীকেই বেত দিয়ে পিটানো দরকার ছিল। তাই না?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : সত্য কি ভাবে উঠে গেল? যে সমাজে প্রতি ৫০০ফুটে একেকটি মাসজিদ, আজান, জুম্মা, টুপি, দাড়ি, আল্লা সব বিদ্যমান। সামান্য হজ্জ নিয়ে কথা বল্লে মানুষকে জেলে যেতে হয়! আবার এই সমাজেই ভেজাল, ফরমালিন, ধাপ্পা, চুরি, চামারি সর্বত্র।অথচ একই জনসংখ্যার ঘনত্বে সিংগাপুর, জাপান, চীন, কোরিয়ায় আল্লা/বিল্লা/কোরাণ/কিতাব নেই, চোর চোট্টাও নেই।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন