শুধু মিছিল নয় সেখানে জিহাদও হারাম !!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৭ আগস্ট, ২০১৪, ১২:১৩:০৭ দুপুর
সৌদি আরবসহ প্রায় সকল আরব দেশেই মিছিল সমাবেশ হারাম । কারন শেখ বাজ, নাসিরুদ্দিন আলবানীসহ জমহুর ওলামারা ফতোয়া দিয়েছেন এটা জায়েজ নয়। এখানে নতুন করে কোন মুফতির ফতোয়ায় তেমন কিছু নেই বা যায় আসেনা । ইরাকে যখন হামলা হল তখনো যেমন মিছিল/ প্রতিবাদ হারাম ছিল আরবে, আফগানে হামলার সময়ও হারাম ছিল । মিশর, বাংলাদেশ, সিরিয়া বা আলজেরিয়া সব জায়গায় সমস্যা তৈরী হলেও মিছিল সমাবেশ হারামই থাকল আরবে । মধ্যপ্রাচ্যে অনেক বন্ধু রয়েছে যারা মিশর, ফিলিস্তিন সংশ্লিস্ট লেখায় কোন মন্তব্যও করেনা । কারন যে কোন সময় গুম হয়ে যাবার ভয় থাকে ।
বার্মা, চীন, কাস্মীরে মুসলমান নির্যাতিত হলেও সমর্থনে মিছিল বা সমাবেশ হারাম । কোন দেশে মুসলমানরা নির্যাতিত হলে অন্যদেশের মুসলিমরা কি করবে এ বিষয়ে আরবের মুফতিরা কোন ফতোয়া দেননা ! শুধু আল্লাহর দরবারে আহাজারি করে তাদের জন্য রহমত কামনা করা ছাড়া যেন মুসলমানদের আর কোন দায়িত্ব নেই !!
রাসুলুল্লাহ সাঃ আল্লাহর দরবারে সাহায্যের জন্য হাত তুলেছিলেন তার আগে জিহাদের প্রস্তুতি নিয়েছেন । যে দেশে বিদাতি মিছিল, সমাবেশ হারাম, সে দেশের মানুষ আর যাই হোক জিহাদের চেতনা থেকে যোজন যোজন দূরে অবস্হান করছে তা সে অন্তরে শহীদ হবার যত তীব্র বাসনাই লালন করুক ।
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন