কষ্টের ঈদ !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৯ জুলাই, ২০১৪, ১০:১৬:০৩ সকাল
খবরে ক'দিন আগে আগুনে পুড়ে যাওয়া বিহারি পল্লীর এক লোকের স্বাক্ষাতকার শুনছিলাম । লোকটি যেভাবে বললেন, ' সবাই ঈদে আনন্দ করবে, আর আমরা করব মাতম' । আগুনে তার সহায়-সম্বল পুড়ে গিয়েছে, তার উপর তাদের নামে মামলা হয়েছে মোট তিনটি !!! শুনতে সহজ নয় মোটেও ।
ফিলিস্তিনিরা আমার আত্মীয়-স্বজন কিছুইনা । তাদের মৃত্যুতে একজন মানুষ হিসেবে ব্যথিত হওয়া স্বাভাবিক ছিল । কিন্তু মুসলিমরা পরষ্পর ভাই ভাই, এ থিওরিতে তাদের কষ্ট সবকিছুকে ছাড়িয়ে অন্তরে শুধুই জ্বালা ধরিয়েছে ।
ব্লগ, ফেসবুক টুইটার সব জায়গায় শুধু ঈদে প্রবাসীর কান্নার শব্দ । কারন পরিবার-পরিজন রেখে একাকী ঈদ উৎযাপন । সত্যি শুনতে অনেক খারাপ লাগে ।
সব কিছুর মাঝে আরো একটি কষ্টের জায়গা । ঈদতো একটি ধর্মীয় উৎসব । মুসলমানরা এ বিষয়ে এক হতে পারেনা কেন ? একি শহরে, একি রোডে বা একি বাড়ীর পাশাপাশি ইউনিটে থাকলেও বিভিন্ন দিন ঈদ উৎযাপন ইসলাম ধর্ম পারমিট করে কিনা ? ইসলামের সৌন্দর্য কি বিভক্তিতে ? পাশাপাশি দু'বাড়ীর লোক দু'দিন ঈদ করা ইসলাম সম্মত কি করে হয় আমার বোধগম্য নয় । কে সঠিক বা বেঠিক সে তর্ক বাদ দিয়ে আল্লাহর নির্দেশিত পরষ্পর বিচ্ছিন্ন না হবার আদেশকে আমলে নিয়ে আলেম সমাজ কেন ঐক্যমতে পৌছতে পারেনা ? উম্মতের বিভক্তি লাঘবে চেষ্টা না থাকায় তাদেরকে কি আল্লাহর কাছে জবাব দিতে হবেনা ?
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও বিশ্বের সকল মুসলিমদের শান্তিও কল্যাণ কামনা করছি ।
মন্তব্য করতে লগইন করুন