নাবালিকা মেয়েরাও কি তেতুলতূল্য ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৭ জুন, ২০১৪, ১২:০১:৪২ দুপুর

বাংলাদেশের একজন খ্যাতিমান অরাজনৈতিক আল্লামা নারীদেরকে তেতুলের উপমা টেনে ওয়াজ করতে গিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন । ইসলাম নারীদেরকে তেতুলের সাথে তুলনার অনুমতি দেয় কিনা সেটাও প্রশ্নবোধক ? তরুন-যুবক পোলাপাইন যারা বুক খুলে সোনার চেইন ও টেডি পরে ঘুরে তাদের ষাড় বা দামরা গরুর (বাস্তব দেখা) সাথে তুলনা দিলে বেমানান লাগে ! যাক সেসব কথা -

কথা হল পত্রিকার পাতা খুললেই নিত্যদিন চোখে পড়ে নাবালিকা ধর্ষনের খবর । তাহলে কি তারাও তেতুল তূল্য !!! নিস্পাপ ছোট্ট একটি মেয়ে দেখলে যাদের অন্তর্জালা শুরু হয় তারা কি জীবনে কোন দিন মেয়ে না দেখা মানুষ !!! মেয়ে হয়ে জন্মালেই কি তাহলে সাথে সাথে তাকে ঢেকে ফেলতে হবে !!!

হুজুররা গাছের গোড়ায় পানি না দিয়ে আগায় দিলে তাতে কি ভাল ফল আশা করা যাবে !!

মহান আল্লাহ বলেছেন, 'হে নবী (সাঃ), মুমিন পুরুষ ও নারীদেরকে বলে দিন তারা যেন পর নারী ও পুরুষ থেকে দৃষ্টিকে নত রাখে" । আর এটাই হল আসল পর্দা, যার ওয়াজ অতটা করা হয়না -যতটা নারীদেরকে আপাদমস্তক ঢেকে রাখার ওয়াজ করা হয় ।

দূর্ভাগ্যের বিষয় হল হুজুরদের যারা ওয়াজ করেন শতভাগ পুরুষ । রসিয়ে রসিয়ে তেতুলসম ওয়াজ করতে তাই মজা লাগে শ্রোতাদেরো । কোনদিন কোন হুজুরকে এমন ওয়াজ করতে শুনেছেন ? ' কাবাঘর বা বায়তুল্লাহ তাওয়াফ করতে মহিলাদের মুখ ঢেকে রাখা চলেনা । সেখানে এত সুন্দরী রমনীরা আশেপাশে গাদাগাদি করে তাওয়াফ করলেও কেন তাদেরকে তেতুলের মত লাগেনা' ?? নাহ ! কখনই লাগেনা । কারন আল্লাহ যে দৃষ্টি সামলিয়ে রাখতে আদেশ দিয়েছেন । এ অনুভূতিটাই মুসলমানদের বড় প্রয়োজন ।

হুজুররা যখন ওয়াজ করবেন, তখন মহান আল্লাহ কি বলেছেন, রাসুলুল্লাহ সাঃ কি শিখিয়েছেন তার ওয়াজ করা উচিত । নিজের অনুভূতি দিয়ে শরীয়তের ওয়াজ করলে তা সমাজের অতটা কাজে লাগেনা ।

বিষয়: বিবিধ

১২১০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235729
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
ধন্যবাদ লিখেছেন : তেঁতুল দেখে যার জীবে পানি আসে, সে তখন তেঁতুল না পেয়ে যদি কাছে লেবু পায় তাহলে লেবুতে জিহ্বা লাগাবে.
কথা হচ্ছে দেশে যেভাবে পর্নোগ্রাফির ছড়া-ছড়ি, ধর্মহীনতা বাড়ছে. এর চেয়ে ভাল কিছু আমরা আশা করতে পারি না.
১৭ জুন ২০১৪ দুপুর ০১:১১
182229
পারভেজ লিখেছেন : পর্নোগ্রাফি ওটা টাও লুকিয়ে দেখা যায়। কিন্তু যখন রাস্তায়, পার্কে আমাদের চোখের সামনেই মিনি পর্নো চলে তখন আমরা সেটাকে বৈধ হিসেবে চালিয়ে দেয়ই। কারণ সেটা তারা ভালবাসা প্রতিদান দিচ্ছে একজন আরেকজন কে। আর এক তেতুল শব্দ নিয়ে দেশে যা কাণ্ড হলো। বুঝতে পারছি না কোন দলে থাকবো।
১৮ জুন ২০১৪ সকাল ১০:২৭
182640
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : কোন দলে থাকবেন বুঝতে না পারলে আল্লাহভীতির দলে যোগ দিন । ভাল থাকুন ।
235733
১৭ জুন ২০১৪ দুপুর ০১:০৫
পারভেজ লিখেছেন : আপনার লেখায় অভিযোগের তীরটা হুজুরদের দিকেই গেল। এটা আপনার দোষ না। কোন কাহিনীতে যদি ভিলেন না থাকে তবে সে কাহিনী হিট হয় না। আপনি হুজুরদের উপরই দোষ চাপালেন। আমাদের সমাজে হুজুররা দোষীই রয়েগেল।
আপনি কি দয়া করে আরো একটু লিখবেন- আপনি কি কখনো তেতুল দেখেছেন? তেতুল দেখলে সবারই জিবে জ্বল এসে যায় এটাই সাভাবিক। কিন্তু তেতুল খেতে হলে তার খোসা উপরে খেতে হয়। আর আমাদের সমাজে মেয়েরা যেভাবে রাস্তায় বের হয়, তাতে কি তেতুলের চেয়েও সহজ নই কি? কতক্ষণ সামলিয়ে রাখতে পারবেন নিজেকে।
১৮ জুন ২০১৪ সকাল ১০:২৮
182641
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ইসলাম মেয়েদেরকে তেতুলের উপমা দেয়নি । যেমনটি পুরুষকে দামরা গরুর । তাইনা !
235734
১৭ জুন ২০১৪ দুপুর ০১:০৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : পোষ্টটি সম্পূর্ণ পড়লাম না কারণ প্রয়োজন মনে করিনি। শিরোনাম থেকেই বুঝেছি।

আসলে যা দেখলে লোভ হয় তা যদি না পাওয়া যায় তবেই এই ধরণের কিছু ঘটে তবে পুরুষদের চোখ নিচে রাখা উচিত্‍।
১৮ জুন ২০১৪ সকাল ১০:২৮
182642
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : ধন্যবাদ ।
235747
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৩১
দুষ্টু পোলা লিখেছেন : হুম
১৮ জুন ২০১৪ সকাল ১০:২৯
182643
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয় !
235748
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৪১
ইয়াফি লিখেছেন : যে সমস্ত পুরুষ নিজের দৃষ্টি সংযম করেনা, নিজ মনে কুপ্রবৃত্তি লালন করে তাদের বলদ বলা উচিত। তেমনিভাবে মেয়েরাও পর্দা পালন না করলে তারা হয়...। সুতরাং পর্দার বিধান উভয়বিধ কর্তব্য।
১৮ জুন ২০১৪ সকাল ১০:২৯
182644
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : পর্দার বিধান উভয়বিধ কর্তব্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File