চাকুরিটা যদি মানুষ খুনের হয়, কি করবেন ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১০ জুন, ২০১৪, ১২:২১:১০ দুপুর

পুলিশ, বিজিবি, র‍্যাব অথবা সামরিক যে কোন শাখার চাকুরী হোক প্রতিযোগিতার দৌড়ে পার হয়ে অতঃপর সোনার হরিন । যদিও ঘরে ঘরে চাকুরি দিতে গিয়ে শুধু চেতনাধারীরাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে চাকুরি নিয়ে নিচ্ছে বলেও শুনা যায় । আজকের প্রসংগ সেটা নয় -

অফিসের বড়কর্তা তার অধীনস্তকে ঘুষ নিয়ে নৈতিকতা বিরোধী কাজ করতে বললে তা বৈধ হয়ে যায়না । এ নিয়ে সৎ লোকদের জংগলে বদলীসহ বহু ধরনের হেনস্তার শিকার হতে হয় বলে লোকমূখে অনেক শুনা যায় ।

সরকারি বিভিন্ন বাহিনিতে চেইন অব কমান্ড বলে একটা কথা রয়েছে । বাহিনির নেতৃত্ব ও শৃংখলা রক্ষায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন ।

নারায়নগন্জের ৭খুনের ঘটনায় গ্রেফতারকৃত দু'জন সাবেক কর্মকর্তা উর্ধতনের আদেশ পালনে বাধ্য হয়েছেন বলে জবানবন্দী দিয়েছেন । অন্যদিকে বড় কর্মকর্তা বলছেন, তারা নিজেরা বাচার জন্য এমনটি বলছে ! ধরেই নিলাম র‍্যাবের অতিরিক্ত ডিআইজি কর্নেল জিয়ার আদেশ পালন করতে গিয়ে তারা ৭জন মানুষকে খুন করেছেন । এখানে জিয়া অভিযুক্ত হয়ে শাস্তি ভোগ করলে কি বাকী যারা তার হুকুম পালন করেছিল তারা নিস্তার পেয়ে যাবে !!! দেশের আইনে তা বোধকরি বলা নেই ।সামরিক আদালতে আছে কিনা বিশ্লেষক ও আইনবিদরাই ভাল জানবেন ।

আমার প্রশ্ন অন্যখানে ? বিগত দিনে সারাদেশব্যপী বিভিন্ন বাহিনি যে হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে তাও কি চেইন অব কমান্ডের আওতায় বৈধ বলা যাবে ? লক্ষীপুরে রাতের বেলায় ঘরে ঢুকে একজন ডাক্তারকে সরকারি বাহিনির লোকেরা যেভাবে নির্মমতার সহিত খুন করলো তা কি বৈধ হয়ে যাবে ? শীতাকুন্ডের আমিনুলকে বউ বাচ্চার সামনে থেকে অপহরন করে হত্যা করল এসব বাহিনির লোকেরা, তা কি বৈধ হয়ে যাবে ? বিবেকবানরা যখন প্রতিবাদ করে তখন গায়ের চামড়া সাদা না কালো তা দেখে করলেতো লোকে তাদের বিবেকহীন কুশীল বলবে !

পরিশেষে কথা হল, শুধু চেইন অব কমান্ডের দোহাই দিয়ে নিরপরাধ মানুষ খুন করলে সেই চাকুরী বৈধ হবে কেন ? মানুষ খুনের চাকুরী কখনো বৈধ নয় ! বৈধ না হলে কি করতে হবে ?

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233201
১০ জুন ২০১৪ দুপুর ১২:৩১
হতভাগা লিখেছেন : They possesses the license to kill

233229
১০ জুন ২০১৪ দুপুর ০১:০৮
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ
233521
১১ জুন ২০১৪ রাত ০১:৪৪
Mujahid Billah লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File