আল্লামা শফী সাহেব জামাতি চক্রান্তে পা দেবেননা !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ৩১ মে, ২০১৪, ০৭:০৬:২২ সন্ধ্যা
হেফাজতের কমিটি ঘোষনা ও শুরা বৈঠকে নগন্য উপস্হিতিতে শফী সাহেবের একটি লিখিত বক্তব্য পাঠ করে শুনান হয় বলে একটি খবর দেখলাম । শফি হুজুর বলেছেন, জামাত-শিবির চাচ্ছে হেফাজতকে দিয়ে গাড়ী ভাংচুর ও হরতাল করে ফায়দা নিতে । প্রায় একিরকম কথা বিএনপির ক্ষেত্রেও বলেছেন । আরো বলেছেন, কেন সরকারের সমালোচনা করবেন ! সরকারের সাথেতো উনাদের কোন দ্বন্দ নেই । উনারা একটি অরাজনৈতিক সংগঠন ।
শফি সাহেবরা সারাটা জীবন জামাতের বদনাম গেয়েই গেলেন । শাহবাগের নাস্তিক ইস্যু নিয়ে যখন দেশ উত্তাল, তখনো শফী সাহেবের মুরীদরা প্রেস কনফারেন্সে জোর গলায় বলেছেন, ' জামাতের দর্শনের সাথে তাদের আকাশ-পাতাল তফাৎ '।
কতগুলো সহজ-সরল মানুষকে জোশ তৈরী করে মাঠে না নামিয়ে, শফী হুজুররা জামাতের সমালোচনা করলে বরং ভালৈ মানায় । মানুষ মনে করে বাবারে কত্ত বড় হুজুর ! অযথা কেন যে রাজনীতি খেলতে আসেন !
সমাবেশ করতে না দিলে সারাদেশ অচল করে দেয়া হবে ! সেখান থেকে লাগাতার অবস্হানের ঘোষনা! সেখান থেকে সরে এসে একদিনের হরতাল । ক্ষনে-ক্ষনে যারা এত মত পাল্টায় তাদেরতো রাজপথে আসার কথা না !! একজন শফী সাহেব কি বলবেন, তাই অন্য হুজুররা লাখ লাখ মানুষকে কোন দিশা দিতে পারেনা । রাতের অন্ধকারে বহু আহত-নিহত হলেও হেফাজতের নেতারা চাচা আপন প্রান বাচাতেই ব্যস্ত থাকলেন । এ ধরনের একটি সংগঠনের নেতাদের মূখে জামাতের সমালোচনা ছাড়া অন্য কিছু আসলেই মানায় না ।
বিষয়: বিবিধ
১৫০১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতরাং কতক লোক পরহেজগারীর দোহাই দিয়ে রাজনীতি করা অপছন্দ করলেও রাসুলের সাঃ খাটি অনুসারীদের পক্ষে তা পছন্দ না করে কোন উপায় নেই ।
ছাগল দিয়ে লাঙল টানাতে যাওয়াও এক ধরনের ছাগলামী সো এর কোন মানেই হয় না। আপনি সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ
ছাগল দিয়ে লাঙল টানাতে যাওয়াও এক ধরনের ছাগলামী সো এর কোন মানেই হয় না। আপনি সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন