'বোকো হারাম' কি বোকামীই করছে !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৩ মে, ২০১৪, ১০:২৯:৪৬ সকাল
নাইজেরিয়ার 'বোকো হারাম বা পশ্চিমা শিক্ষা পাপ' নামক গোষ্টিটি একের পর এক যেসব ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে তাতে একজন মুসলমান হিসেবে চিন্তিত না হয়ে পারা যায়না ।
পশ্চিমা ধাচের শিক্ষাই যদি পাপ হবে তাহলে পূর্ব ধাচের শিক্ষা কোনটি !! স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে মাদ্রাসা চালু করে দিলেই কি মুসলমানরা সফল হয়ে যাবে !
জ্ঞান-বিজ্ঞানে উন্নতি কি শুধুই পশ্চিমাদের জন্য !! মুসলমানরা কি শুধু বাংলাদেশের কওমী ধাচের শিক্ষাতেই সীমাবদ্ধ থাকবে !!! স্কুলগুলোতে কি বিজ্ঞানের সাথে ইসলামি শিক্ষা দিলেও সেটা বোকোই থাকবে !!!
এই 'বোকো হারাম'রা কি মুসলমানদের পক্ষে কাজ করছে !!! ইসলামকে এভাবে উপস্হাপনের মাধ্যমে কারা বেশী লাভবান হচ্ছে !! তাদের কাজের নমুনা দেখলে মনে হবে তারা কোন এক অদৃশ্য হাতের ইশারায় উম্মত্তভাবে কাজ করছে । স্কুলে-স্কুলে হামলা চালালে তাতে তাদের নিজেদের লোকজনই পড়াশুনা বন্ধ করে দিয়ে নিরক্ষর জাতিতে পরিনত হবে । আর এত অস্রইবা এরা পায় কোথায় !! কারা এসব অস্রের যোগানদাতা !!!
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ হচ্ছে ওয়াকিব হাল নাইজেরিয়ান কিছু মানুষের বক্তব্য - যদিও সিএনএন প্রজন্ম বোকো হারাম এর বিরুদ্ধে বলেছে। কিন্তু ফারদার কোয়ারী করলে আর উত্তর দিতে পারেনা।
মার্কিন এজেন্দা বাস্তবায়ন করছে বোকো হারাম
মন্তব্য করতে লগইন করুন