মাওলানা সাঈদীর ফরিয়াদ !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৪ এপ্রিল, ২০১৪, ০৯:৪৯:০৬ সকাল
মাওলানা সাঈদীকে এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুনেছি বলে কিছুটা মনে পড়ে, ' অপবাদের বোঝা মাথায় নিয়ে যেন ফাসীতে ঝুলতে না হয় । কিংবা আবার কোরানের মাহফিলে ফিরিয়ে দেয়ার জন্য মহান রবের কাছে কাকুতি'। শহীদ হবার জন্য সরাসরি ফরিয়াদ হয়তবা শুনতে পাইনি ।
মহান আল্লাহ যদি তার শাহাদাতের ভাগ্য দিয়ে থাকেন, দোয়া করি উনি যেন বাতিলের কাছে মাথা নত না করেন ।যেমনটি আব্দুল কাদের মোল্লা শির উচু রেখে প্রমান করেছেন । মুমিন কখন মৃত্যুর ভয়ে ভীত নয় ।
বিগত ক'দিন ধরে মিডিয়ায় ব্যাপক প্রচার হচ্ছে, 'সাঈদীর জনপ্রিয়তা পুজি করে মাঠে নামতে চাচ্ছে জামায়াত'। যারা কোনদিন জামায়াত-শিবিরের সাথে উঠাবসা করেছেন, তারা কেউ হয়ত একথাটি বিশ্বাস করতে চাইবেনা । কারন কারো জনপ্রিয়তা পুজি করে আর যাইহোক ইসলামি আন্দোলন হয়না । ক্ষমতায় গেলেও সঠিক কল্যানরাষ্ট্র গঠিত হবেনা ।
আমার কেন জানি মনে হয়, আওয়ামিলীগের অন্তত ৫০ভাগ লোক চায়না মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাসী দেয়া হোক । আরো মনেহয়, সাঈদিকে যদি এ সরকার ফাসীতে ঝুলায়, তাহলে তখন থেকে আওয়ামিলীগের চুড়ান্ত পতনের সূচনা হবে । তাই আওয়ামিলীগ নাস্তিকদের গ্যাড়াকলে পা দিয়ে এ কাজ করবে বলে মনে হয়না এবং বিপদ বুঝে সাঈদীর বিষয়ে নিজেরাই একটি সমঝোতার চেষ্টা চালাবে ।
পরিশেষে হয়ত আল্লাহ সাঈদির ফরিয়াদ কবুল করে তাকে আবার কোরানের মাহফিলে ফিরিয়ে দেবেন ।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন