কে বলে নারী অবলা !!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৯ এপ্রিল, ২০১৪, ১০:২৫:৪০ সকাল
বাংলাদেশের বর্তমান ও চলমান সংসদের অধিবেশনে দাড়িয়ে একজন বয়োজৈষ্ঠ মহিলা মন্ত্রী বয়ান দিলেন বেগম খালেদা জিয়ার ব্লাউজের দাম ২৫,০০০/- আর শাড়ী ৪-৫ লাখ টাকা । কথাকটি শুনার পর প্রথমবারের মত জানলাম আমাদের দেশের নারীদের একটি ছোট-খাট পোষাকের দাম এত টাকা হতে পারে !! নিজেকে ব্যকডেটেড বলে কিনা তাই কারো সাথে সেভাবে শেয়ার করা হয়নি !!! মহিলাদের ব্লাউজ ও শাড়ী ও পুরুষের গেন্জি ও পান্জাবী ! দামে কি আকাশ-পাতাল তফাৎ ।
আজকে আবার একটি অনুসন্ধানী রিপোর্ট পড়তে গিয়ে জানলাম । ব্লাউজ ২৫ হাজার টাকাই সর্বোচ্চ নয় ৩০ হাজার টাকা দামেরও পাওয়া যায় ! আর শাড়ী মোটামুটি সর্বোচ্চ ১৫ লাখ টাকা । আরো মজার ব্যাপার হল এর প্রায় সবি আসে আমাদের বন্ধুদেশ ভারত থেকে !!
কে বলে আমাদের দেশের নারী অবলা !!!! ৩০ টাকার গেন্জি পরে আমরা বউরে পরাই ৩০হাজার টাকার ব্লাউজ !! ১৫০০টাকার পান্জাবী পরে বউরে পরাই ১৫লাখ টাকার শাড়ী । নারীরা পুরাই দাবড়িয়ে বেড়াচ্ছে বাংলার অভাগা পুরুষদের !! আর সাথে দেশের টাকা বন্ধুদেশে অকাতরে পাঠিয়ে দেয়ার সুব্যবস্হা হচ্ছে ।
বিষয়: বিবিধ
১২১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই কে বলেছে নারী অবলা!
গত ঈদে আমার খরচ ছিল ৪০০ টাকা একটা পঞ্জাবি। আর বেী এর ৪০০০ টাকা!!!!
এই জন্যই বলি বুদ্ধি থাকলে বিয়ে করবেননা।
মন্তব্য করতে লগইন করুন