কোথায় হারিয়ে গেল MH370 !!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২১ মার্চ, ২০১৪, ০৬:০৫:১৭ সকাল

একটিবার ভাবুনতো আমি নিজে যদি মালয়েশিয়ান এয়ারলাইন্সের সেই বিমানটির যাত্রী হতাম । কিংবা এমন একটি বিমানের যাত্রী আমি হতে যাচ্ছি যেটি হারিয়ে যাওয়া বিমানটির মত আমাকে নিয়ে হারিয়ে গেল !

ইদানিং ফেসবুক খুললে এধরনের অনেক স্ট্যাটাস পাবেন, ' পৃথিবীটা নাকি ছোট হয়ে আসছে ! অথচ ২৩৯ জন মানুষ নিয়ে এতবড় একটি বিমান প্রায় দু'সপ্তাহ ধরে লাপাত্তা । সারা দুনিয়ার বড় বড় মাথা এক করেও কোন হদিস পাওয়া যাচ্ছেনা'। মহান রবের সৃষ্টিতে আমাদের এই পৃথিবীটার আকৃতি অস্তিস্বহীন মনে হবে (অসংখ্য ভিডিও রয়েছে ইন্টারনেটে) । তাহলে আধুনিক সাইন্সের আবিষ্কার এখনো কোন তিমিরেই রয়েছে তা আমরা উপলব্ধি করতে পারি । অথচ আমাদের অহংকারবোধের যেন শেষ নেই !

সর্বশেষ গতদিন Aust প্রধানমন্ত্রী ঘোষনা দিলেন, তারা ভারত মহাসাগরে কিছু একটি দেখতে পেয়েছেন । যেটি সম্ভবত হারিয়ে যাওয়া সেই বিমানটির ভগ্নাবশেষ হবে ।

হয়ত বিমানটির ধ্বংসাবশেষ অবশেষে পাওয়া যাবে । ততদিনে হয়ত যাত্রী হিসেবে যারা ছিলেন সে মানুষগুলোকে সামুদ্রিক প্রানীরা খেয়ে সাবাড় করে ফেলবে অথবা পচে-গলে নষ্ট হয়ে যাবে ।

কুয়ালালামপুর ও ঢাকার পথে গোটা তিনেক ভ্রমনের সুযোগ হয়েছে । বিমানের জানালা দিয়ে বাহিরে চোখ পড়লেই ভাসমান মেঘপুন্জের ছোটাছুটি দেখে যেমন মনটা ভরে উঠে একি সাথে সারাক্ষন একটি আশংকা তাড়িয়ে বেড়ায় । কারন বিমান দূর্ঘটনায় মৃত্যুর হার প্রায় শতভাগ । কিন্তু দূর্ভাগ্য হল মৃত্যুকে এত কাছে মনে হবার পরও পরিবেশিত সুস্বাদু খাবার গুলো খুব কমই ফেরত দেয়া হয় । অনেকে সারাক্ষন গান-বাজনা নিয়ে মেতে থাকেন । অবাক হবার মত বিষয় হল অনেকে (বাংগালীদের কথাই বলছি) আবার ফ্রি এলকোহল মিশ্রিত তরলের স্বাদ নিতে একদম ভুল করেননা ।

মৃত্যু পথযাত্রী কোন লোককে কিংবা কাউকে যদি বলা হয় আমরা যে কোন সময় মৃত্যু ঝুকির মধ্যে আছি । তখন কি তার রবের কথা স্মরন হবে । নাকি তুচ্ছ মনে করে ভোগবিলাসে মত্ত থাকাই সমীচিন হবে । আমাদের জীবনটাই এমনি ! যে কোন ডাক এসে যেতে পারে । আল্লাহ যেন সর্বাবস্হায় আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দেন । আমীন ।

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195640
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
রাইয়ান লিখেছেন : বিমান ভ্রমন আমার কাছে অতি কষ্টকর একটি জার্নি । প্লেন টেক অফ শুরু করলে আমার ও আতঙ্কের পালা শুরু হয় । বাংলাদেশে এসে যখন ল্যান্ড করে প্লেন , আমি শুকরিয়া আদায় করার ভাষা হারিয়ে ফেলি ! আল্লাহ যেন আমাদের সবাইকে সব ধরনের দুর্যোগ দুর্ঘটনা থেকে হেফাজত রাখেন ।
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৬
145838
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : সবসময় মহান আল্লাহই ভরসা, তা সে জমিনে হোক বা আকাশে হোক । সর্বাবস্হায় আল্লাহর উপর ঈমান রেখে সরল পথে থাকাটাই কাম্য । আর মৃত্যু সময় হলে যথাসময়েই হাজির হবে । সুতরাং ভয়ে দেশে যাওয়া বন্ধ করে দিলে সবাই দারুন মিস করবে । কি বলেন ?
195663
২১ মার্চ ২০১৪ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের এই পৃথিবীতে কতকিছু ঘটে তাই আমরা জানিনা অথচ বিশাল মহাকাশের রহস্য যানা আর আল্লাহর অস্তিত্ব প্রমান করার প্রশ্ন তুলি।
195666
২১ মার্চ ২০১৪ সকাল ১১:২৭
হতভাগা লিখেছেন : এটা নিয়ে আমেরিকা ও তার চেলা চামুন্ডারা কাহিনী শুরু করছে ।

স্থল পথে বিধ্বস্ত হলে তো সেটা দেখাই যেত ।

যদি বড় কোন জঙ্গলে পড়ে তাহলেও ধাওঁয়া ছড়াতো ।

আরেক হতে পারে পানিতে ডুবে গেছে যেভাবে লাদেনকে ডোবানো হয়েছে ।

সাগরের উপরিভাগে সার্চ করলে কি এখন আর পাবে ? সাবমেরিন চালানো লাগবে ।

আর মানুষ সাগরের গভীরে যাবার প্রযুক্তি এখনও তেমন বের করতে পারে নাই । তারা না কি চাঁদে যাবার দাবী করে ! আরও মজা দিতে দাবী করে ২০২৫ সালে মঙ্গল গ্রহে বসবাসের বুকিং কে কে পেল তাদের ছবি দিয়ে ।

আমাদের ৩য় বিশ্বের মানুষদের এই সব রাজরাজরাদের কূটচাল নিয়ে পেরেশানী হবার কিছু নেই । উনারা অন্যকোন উদ্দেশ্য হাসিল করতে বা কোন দেশকে সাইজ করতে এই কাহিনী শুরু করেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File