সাকিব আল হাসান ও ডাস্টবিনে কলার ছোচা !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৭ মার্চ, ২০১৪, ০৯:৩০:৩৯ সকাল
T-20 বিশ্বকাপে আফগানদের সাথে ম্যাচ শেষে বিশ্বের সেরা অলরাউন্ড পারফরমার বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের বক্তব্যটির কিছু অংশ ছিল নিম্নরুপ -
" সত্যি কথা বলতে আজকের ম্যাচের আগে আমি যতটা রিলাক্স ছিলাম, খুব কম ম্যাচের আগেই আমি এতটা রিলাক্স থাকি । ত এটা হয়ত একটা ভাল দিক ছিল ।
আর আমার কাছে মনেহয়, ওভার অল পুরা টিমই আমরা জানতাম যে আজকের ম্যাচে আমরা জিততেছি এবং ওয়ান সাইডেড হচ্ছে ।
কারন আমি ডাস্টবিনে কলার ছোচা ফেলতেছিলাম আর বলতেছিলাম, 'যদি ভেতরে পড়ে ৪০ করবে, আর যদি না পড়ে তাহলে ৮০ করবে । ত 72 করেছে "।
সাকিব একজন বিশ্বসেরা ক্রিকেটার । উনি নিশ্চয়ই ক্রিকেট নিয়ে অনেক ভাল জানেন । কিভাবে অন্য দলকে মূল্যায়ন করতে হয় এটাও ওনার ভাল করে জানা । কদিন আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বাংলাদেশকে যখন সাধারন মানের দল বলেছিল, আমাদের দারুন মনোকষ্ট হয়েছিল । পত্র-পত্রিকার ভাষা দেখে তেমনটি মনে হয়েছিল ।
ভাল খেলতে জানা শিখে নিলে দর্শকদের বিশেষ ও গোপন অংগ দেখাতে হবে, বা অন্য একটি নবাগত দলকে ডাস্টবিনে কলার চামড়া ফেলে মূল্যায়ন করতে হবে এগুলো সাকিব নিশ্চয়ই ভাল জানবেন । দেখা যাক, মূল পর্বে সাকিব কি ফেলে অন্য দলগুলোকে মূল্যায়ন করেন ।
কিন্তু আমরা শুধু বুঝি আমাদেরকে কেউ ডাস্টবিনে ময়লা ফেলার তুলনা করলে আমাদের অনেক কষ্ট লাগবে ।
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
* সেলিব্রেটিদের সবচেয়ে বড় সমস্যা হল যে , তাদের ব্যক্তিগত জীবন বলতে কিছু থাকে না । তারা কি খেতে পছন্দ করে আর কোন বোলারকে অপছন্দ করে তাও আমরা জানি এই মিডিয়ার মাধ্যমে ।
ড্রেসিংরুম হল প্লেয়ারদের একেবারে নিজস্ব ভুবন । এখানে তারা কে কি করছে এটার খবর বাইরে আনা উচিত না । আর আমাদের মিডিয়াদের স্বভাব হল এরকম খবরই তারা হাই লাইট করে এবং তা নেতিবাচক ভাবেই ।
সেলিব্রেটি লাইফ হল ফরমাল জীবন যাপন । আর পারসনাল লাইফ হল নরমাল জীবন যাপন ।
যতক্ষন খেলছে , মিডিয়ার সন্মুখে আসছে ততক্ষন না হয় কষ্টেশিষ্টে নরমাল আচরন চেপে ফরমাল ভাবে চলতে থাকলো ।
সেলিব্রেটি হলে তারাও তো মানুষ । ফরমালের মুখোশের দমবন্ধ করা পরিবেশ থেকে যখন সে নরমালে ফিরে আসে সেখানে সে অন্য সব সাধারণ মানুষের মতই খোলামেলাভাবে তার মনের ভাব ব্যক্ত করে ।
এখানে আপনজন বা সমমনাদের সাথে তার কথা শেয়ার করতেই পারে যেটা ফরমালি পারে না ।
আর খেলার সময় কোন এক্সাইটমেন্ট বা টেনশন কাজ করলে অনেক সময় অনেক কথাই চলে আসে , যেটা মাঠে / জনসমক্ষে প্রকাশ করলে জরিমানা গুনতে হয় ।
আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি কখনও পাড়ার ক্রিকেটে এরকম ছেলেমানুষী করি নাই ?
এরাও তো আমাদের মতই আচরণ করবে বরং তার চেয়েও বেশী কারণ তাদের উপর ১৬ কোটি মানুষের চাপ । পাড়ার ক্রিকেটে তো তা নেই ।
* আমাদের জনগনেরও সমস্যা এমনই । আমরা চাই কোন সেলিব্রেটি কোথায় কি করছে না করছে । তার আসল কাজের খবর না নিয়ে সে কোথায় যাচ্ছে, খাচ্ছে , কার সাথে প্রেম করছে , ছেড়ে যাচ্ছে- এসব । মিডিয়াও থাকে এইসব ফালতু ঘটনা জোগাড়ে ব্যস্ত । এদের খপ্পড়ে সবসময়ই ছিলেন ডায়ানা , বেচারীকে তো এদের কারণেই মরতে হয়েছে । ম্যারাডোনা তো এদের উপর অতিষ্ট হয়ে এয়ার গানের গুলিই চালিয়ে ছিলেন ।
সাধারণ মানুষের বোঝা উচিত যে সেলিব্রেটি হলেও এরা আমাদের মতই মানুষ । তাদেরও পারসোনাল জীবন যাপন বলতে কিছু আছে ।
আপনি কি আপনার পাশের বাড়ির লোকের সবসময় আপনার বাসায় উঁকিঝুঁকি মারা পছন্দ করবেন ?
আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ যতটা না জিতেছে তার চেয়ে বেশী স্বস্তি ফিরে এসেছে সমর্থকদের মাঝে ।
অহংকার না করে উচিত বিনয়ী হয়ে সামনের ম্যাচগুলোকে এর চেয়েও বেশী গুরুত্ব দেওয়া এবং প্রতিপক্ষকে সন্মান করা । কারণ গতকাল নেপাল যারা কি না দুটো প্রস্তুতি ম্যাচেই হেরেছিল , তারা ৮০ রানে হারিয়েছে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে হারানো হংকংকে । রানরেটেও তারা খন শীর্ষে । বলা যায় না বাংলাদেশের কাছে হেরেও আফগানরা ঠিকই এদের হারিয়ে কোয়ালিফাই করতে পারে ।
মন্তব্য করতে লগইন করুন