কি দেখতে এসে কি দেখলাম !
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৪ মার্চ, ২০১৪, ০৮:২৪:১৭ সকাল
কেউ কেউ ইদানিং নালিশ করে, টু ব্লগের ম্যড়ম্যাড়ে অবস্হার জন্য দায়ী ব্লগের কুশীল আর নারী ব্লগারের আধিক্য । নারীরা অতিমাত্রায় শুশীল বলে মন্তব্য কম করে । দেখেশুনে নিরপেক্ষ হবে মনে হলে শুধু তখনই দু'একটি মন্তব্য করেন । সাথে মডারেটরদের দু'একজনা নারীর হবার সম্ভাবনাই প্রবল । স্টিকি পোষ্ট দেখে মাঝে মধ্যে তেমনটিই মনে হয় । এভাবে লিখছি বলে আদালত অবমাননার মত আমার রেজিষ্ট্রেশন বাতিল বা স্হগিত হয়ে যাবার সম্ভাবনাও একেবারে বাতিল করে দেয়া যায়না ।
যাগগে ! ফিরে আসি আসল কথায় - আজকে জুমার দিন মানে শুক্রবার । ব্লগে 'ঢু' মারার আগে ভেবেছিলাম, জুমার দিনের স্পেশাল ব্লগগুলো ঘুরে আসি । গেরস্তের মাইয়্যা নামের এক ইসলাম বিদ্বেষি মানুষের লেখা পড়ে মর্মাহত হলাম । বাক স্বাধীনতা আসলে কি ? অন্য ধর্ম নিয়ে বিশেষ করে ইসলাম নিয়ে গালিগালাজ করতে পারলেই যেন সব আনন্দ এসব অমানুষদের । গালিগালাজ সবাইতো করতে পারে । ব্যাংগ-বিদ্রুপ কমবেশী সবাই করতে পারে । কিন্তু আমাদেরকে যে মহান আল্লাহই নিষেধ করেছেন । তাই আমরা পারিনা ।
সম্পাদক, মডারেটর সবার কাছেই অনুরোধ যে কোন ধর্ম বিদ্বেষী ব্লগারকে স্হায়ীভাবে ব্যান করুন । নতুবা এবার ক্ষান্ত দিন ।
বিষয়: বিবিধ
১২৪১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর উনারা যেই পোস্টই দিক না কেন কিছু লুল ব্লগার আছে যারা '' ভালো লাগলো'' '' ধন্যবাদ '' এসব কুইক মন্তব্য দিয়ে ভরে ফেলেন , ঠিক ফেস বুকের মত ।
আর এসব ইসলামবিদ্বেষী ব্লগার মডুরাই / মডুদের পেট্রোনাইজেই থাকে । ব্লগকে ক্যাচালযুক্ত রাখতে ইসলামবিদ্বেষী ব্লগারদের একটিভ উপস্থিতি খুবই দরকার ।
যে ব্লগে যত বেশী ক্যাচাল সে ব্লগ তত হিট ।
ক্যাচাল হল আড্ডার ডিজিটাল রুপ। ক্যাচাল ছাড়া কি কোন আড্ডা জমেছে ?
আসিফ মহিউদ্দিন সহ বেশ কিছু ইসলামবিদ্বেষী ব্লগার সামুতে এখন একেবারেই ইনএকটিভ বলে সামু এখন আর আগের মত হিট মনে হয় না ।
মন্তব্য করতে লগইন করুন