নারীর নগ্ন হবার অধিকার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ মার্চ, ২০১৪, ১১:০৭:৩৮ সকাল

বাংগাল মুসলমান রক্তের এক তরুনী সারাবিশ্বের বাংগাল সমাজে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে । সমস্যাটা তৈরী হয়েছে অর্ধনগ্ন ছবির উপর মেড ইন বাংলাদেশ সাইনবোর্ড সেটে দেয়ায় ।

নারীরা তাদের স্বাধীনতার নামে যদি অর্ধনগ্ন নয় প্রায় নগ্ন হলেও পশ্চিমাদের কাছে দোষের কিছু নয় । যারা পশ্চিমা দুনিয়া দেখার সুযোগ পেয়েছেন তাদের দেখার কথা - যে কোন পাবলিক প্লেসে পুরুষ ১০০ জনে ৯০-৯৫জন ফুলপ্যান্ট পরা হলে বাকী ৫-১০ জন থ্রিকোয়ার্টার জাতীয় কিছু একটি পড়ে থাকে । নারীর ক্ষেত্রে হিসেবটি ঠিক উল্টো । মানে শতকরা ৯০জনই থাকে কাটাছেড়া পোষাক-আষাক নিয়ে । থাকবেনা কেন ! এটাতো তাদের স্বাধীনতা ।

যে মেয়েটি উলংগ ছবিটির জন্য পোজ দিয়েছে তাতে সে যে বিন্দুমাত্র লজ্জিত বা কুন্ঠিত নয়, বিষয়টি সে আবার পরিষ্কার জানিয়ে দিয়েছে। নারীর স্বাধীনতা বলে কথা । মেয়েটির যেভাবে সমালোচনা করা হচ্ছে তাতে সবাই যেন ভুলে গিয়েছে সে একজন পশ্চিমা নাগরিক আর শুধুমাত্র টাকা কামানোর জন্যেই এমনটি করছে । গায়ে বাংগালীর রক্ত হলেও তা পশ্চিমা গন্ধ ধারন করেছে ।

কিন্তু নারীরা স্বাধীনতার নামে যখন নগ্নতা বেছে নেয়, সেটা যে সভ্য সমাজে বন্য পশুর আচরন তা যে কোন ধর্মের শাস্রীয় কেতাবেই পাওয়া যাবে । পশ্চিমা দুনিয়ার নারীদের স্বাধীনতার খোজে নগ্ন হয়ে যখন পোজ দিতে হয় ।নিজের চামড়ার দিকে পুরুষ আকর্ষনে যখন ট্রেনে-বাসে বসে মেকি সাজে সাজতে হয়, তখন তাদের দেখে যে কারো মায়া হবে । তাদেরকে দেখলে কনফিডেন্ট মনে হবেনা ! মনে হবে এক অসহায় মেয়ে কত কসরৎ করছে সৌন্দর্যটা একটু ফুটিয়ে তোলে পুরুষ জাতিকে দেখাবে !

অনুন্নত দেশের নারীরা কি বেশী কষ্টে আছে ! তারা যে সম্মান ও মর্যাদা পায় পরিবারে, সমাজে বা ধর্মে সেটাকি পশ্চিমাদের রয়েছে ?

বিষয়: বিবিধ

১৭২২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190351
১১ মার্চ ২০১৪ সকাল ১১:২০
বেআক্কেল লিখেছেন : হুদাই প্যাচাল, এই মাইয়া পুরাডা খুইলা দেওনের পরেও তারে দৌলতদিয়া ঘাটের খাঁটি পতিতার মত সুশ্রী লাগল না। কাপড়ে চোপড়ে কাষ্টমার যা দুই একডা ছিল, পুরো খোলার পরে তারাও ভাইগা যাইব।
190369
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৬
সজল আহমেদ লিখেছেন : ঐ নারী আর তাসলিম নাসরিন একই ক্যাটাগরির।
190374
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৭
নকীব কম্পিউটার লিখেছেন : সজল ভাই সঠিক কথা বলছেন।
190380
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:০০
হতভাগা লিখেছেন : ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছেন না কেন ?

একবারও কি চিন্তা করেছেন যে ম্যাকস্‌ এর মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে নিজেকে পরিচিত করে তুলে ধরেছে ? বাংলাদেশ জঙ্গিবাদের দেশ নয় , গুম-হত্যা-মারামারি-লুটপাটের দেশ নয় । বাংলাদেশ নারী স্বাধীনতার দেশ , আধুনিকতার শ্রেষ্ঠ উদাহরন ।

একবারও কি চিন্তা করেছেন ''পোশাকের এড করতে গিয়ে টাকা পাবে'' এটার সাথে সে তার দেশের নামও তার '' বুকের মধ্যে ধারণ করেছে ।
আমেরিকান হলেও আসলে যে সে মনে প্রাণে বাংলাদেশীই রয়ে গেছে তা আবারও প্রমান করলো ।

ম্যাকস্‌ এর মাধ্যমে এখন থেকে নামী দামী বিদেশী ব্র‍্যান্ডগুলো বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাবে । চিন্তা করতে পারেন এতে কি পরিমান ফরেন কারেন্সী আসবে , সাথে দেশের প্রচার হবে ?

বাংলাদেশকে পৃথিবী বাসী নেগেটিভ ভাবে চিনতো ।

বঙ্গবন্ধু ও ডঃ ইউনূসের মাধ্যমে এখন তারা পজিটিভলি বাংলাদেশকে চিনছে । ম্যাকস্‌ সেটাকে আরও উঁচুতে নিয়ে গেলেন ।

নারী দিবসে এটা একজন বাংলাদেশী (সাবেক) নারীর বাংলাদেশকে দেওয়া অমূল্য উপহার ।

আরও একটি সমসাময়িক পজিটিভ ঘটনাও এসেছে আরেক বাংলাদেশী নারীর হাত ধরেই । লুলু ফেরদৌস - ইনি নাস্সায় জব করেন । আগামী ২০২৫ সালে মঙ্গল গ্রহে যে বসবাসের জন্য ৪ জনকে নেওয়া হয়েছে আমাদের লুলু তাদের অন্যতম । প্রায় লাখ খানেক ছিল কনটেস্টেন্ট ।

বাংলাদেশ তার নারীদের নিয়ে গর্বিত ।
190413
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সে উলংগ হলো বা কেন হলো সেটা তার ব্যাপার। কিন্তু সে বাংলাদেশের নাম অপমানজনক ভাবে ব্যবহার করেছে এর ত্রিব্র প্রতিবাদ হওয়া দরকার।
190475
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:১৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File