নারীর নগ্ন হবার অধিকার
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ মার্চ, ২০১৪, ১১:০৭:৩৮ সকাল
বাংগাল মুসলমান রক্তের এক তরুনী সারাবিশ্বের বাংগাল সমাজে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছে । সমস্যাটা তৈরী হয়েছে অর্ধনগ্ন ছবির উপর মেড ইন বাংলাদেশ সাইনবোর্ড সেটে দেয়ায় ।
নারীরা তাদের স্বাধীনতার নামে যদি অর্ধনগ্ন নয় প্রায় নগ্ন হলেও পশ্চিমাদের কাছে দোষের কিছু নয় । যারা পশ্চিমা দুনিয়া দেখার সুযোগ পেয়েছেন তাদের দেখার কথা - যে কোন পাবলিক প্লেসে পুরুষ ১০০ জনে ৯০-৯৫জন ফুলপ্যান্ট পরা হলে বাকী ৫-১০ জন থ্রিকোয়ার্টার জাতীয় কিছু একটি পড়ে থাকে । নারীর ক্ষেত্রে হিসেবটি ঠিক উল্টো । মানে শতকরা ৯০জনই থাকে কাটাছেড়া পোষাক-আষাক নিয়ে । থাকবেনা কেন ! এটাতো তাদের স্বাধীনতা ।
যে মেয়েটি উলংগ ছবিটির জন্য পোজ দিয়েছে তাতে সে যে বিন্দুমাত্র লজ্জিত বা কুন্ঠিত নয়, বিষয়টি সে আবার পরিষ্কার জানিয়ে দিয়েছে। নারীর স্বাধীনতা বলে কথা । মেয়েটির যেভাবে সমালোচনা করা হচ্ছে তাতে সবাই যেন ভুলে গিয়েছে সে একজন পশ্চিমা নাগরিক আর শুধুমাত্র টাকা কামানোর জন্যেই এমনটি করছে । গায়ে বাংগালীর রক্ত হলেও তা পশ্চিমা গন্ধ ধারন করেছে ।
কিন্তু নারীরা স্বাধীনতার নামে যখন নগ্নতা বেছে নেয়, সেটা যে সভ্য সমাজে বন্য পশুর আচরন তা যে কোন ধর্মের শাস্রীয় কেতাবেই পাওয়া যাবে । পশ্চিমা দুনিয়ার নারীদের স্বাধীনতার খোজে নগ্ন হয়ে যখন পোজ দিতে হয় ।নিজের চামড়ার দিকে পুরুষ আকর্ষনে যখন ট্রেনে-বাসে বসে মেকি সাজে সাজতে হয়, তখন তাদের দেখে যে কারো মায়া হবে । তাদেরকে দেখলে কনফিডেন্ট মনে হবেনা ! মনে হবে এক অসহায় মেয়ে কত কসরৎ করছে সৌন্দর্যটা একটু ফুটিয়ে তোলে পুরুষ জাতিকে দেখাবে !
অনুন্নত দেশের নারীরা কি বেশী কষ্টে আছে ! তারা যে সম্মান ও মর্যাদা পায় পরিবারে, সমাজে বা ধর্মে সেটাকি পশ্চিমাদের রয়েছে ?
বিষয়: বিবিধ
১৭২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একবারও কি চিন্তা করেছেন যে ম্যাকস্ এর মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে নিজেকে পরিচিত করে তুলে ধরেছে ? বাংলাদেশ জঙ্গিবাদের দেশ নয় , গুম-হত্যা-মারামারি-লুটপাটের দেশ নয় । বাংলাদেশ নারী স্বাধীনতার দেশ , আধুনিকতার শ্রেষ্ঠ উদাহরন ।
একবারও কি চিন্তা করেছেন ''পোশাকের এড করতে গিয়ে টাকা পাবে'' এটার সাথে সে তার দেশের নামও তার '' বুকের মধ্যে ধারণ করেছে ।
আমেরিকান হলেও আসলে যে সে মনে প্রাণে বাংলাদেশীই রয়ে গেছে তা আবারও প্রমান করলো ।
ম্যাকস্ এর মাধ্যমে এখন থেকে নামী দামী বিদেশী ব্র্যান্ডগুলো বাংলাদেশের প্রতি আগ্রহ দেখাবে । চিন্তা করতে পারেন এতে কি পরিমান ফরেন কারেন্সী আসবে , সাথে দেশের প্রচার হবে ?
বাংলাদেশকে পৃথিবী বাসী নেগেটিভ ভাবে চিনতো ।
বঙ্গবন্ধু ও ডঃ ইউনূসের মাধ্যমে এখন তারা পজিটিভলি বাংলাদেশকে চিনছে । ম্যাকস্ সেটাকে আরও উঁচুতে নিয়ে গেলেন ।
নারী দিবসে এটা একজন বাংলাদেশী (সাবেক) নারীর বাংলাদেশকে দেওয়া অমূল্য উপহার ।
আরও একটি সমসাময়িক পজিটিভ ঘটনাও এসেছে আরেক বাংলাদেশী নারীর হাত ধরেই । লুলু ফেরদৌস - ইনি নাস্সায় জব করেন । আগামী ২০২৫ সালে মঙ্গল গ্রহে যে বসবাসের জন্য ৪ জনকে নেওয়া হয়েছে আমাদের লুলু তাদের অন্যতম । প্রায় লাখ খানেক ছিল কনটেস্টেন্ট ।
বাংলাদেশ তার নারীদের নিয়ে গর্বিত ।
মন্তব্য করতে লগইন করুন