রাষ্ট্রপতির মহানুভবতা ও ক্রসফায়ার একসাথে চলতে পারেনা ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৬ মার্চ, ২০১৪, ১০:০০:৩৮ সকাল
http://www.amardeshonline.com/pages/details/2014/03/06/237758#.UxftNWfNvIU
বিএনপি বা আওয়ামিলীগ যে দলই ক্ষমতায় থাকুক, দাগী আসামিদের দলীয় অনুকম্পায় মুক্তি দেয়ার রেওয়াজ বন্ধ করতে হবে । যে দেশে সন্ত্রাস দমনের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হয়, সে দেশে ফাসীর দন্ডপ্রাপ্ত চিন্হিত খুনিদের দেশের প্রেসিডেন্ট তার সাংবিধানিক ক্ষমতাবলে ক্ষমা করে দেবেন তা একটি দেশের জন্য মোটেও সূখকর নয় ।
নির্বাচনের আগে সব রাজনৈতিক দলগুলো বলে থাকে ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী কোন আইন করবেননা ! কিন্তু একজন খুনিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেবেন এটা কোন ধরনের ইসলাম সম্মত বিধান। ক্ষমতায় গেলে কোরান - সুন্নাহ বিরোধী আইন নয় বরং রাজনৈতিক দলগুলোকে ওয়াদা করতে হবে, ' ক্ষমতায় গেলে সংবিধান থেকে অনৈসলামিক আইন বাদ দিবে'।
কিন্তু এটাও নিতান্তই দূরাশা মাত্র ! কারন কোন দলের গঠনতন্ত্রে আল্লাহর উপর পূর্ন আস্হা ও তিনিই সার্বভৌম ক্ষমতার মালিক থাকলে যদি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে নিবন্ধন বাতিলসহ সে দলকে নিষিদ্ধের পায়তারা হয় । তাহলে সে দেশের রাজনীতিবিদদের থেকে ইসলাম সম্মত কি আশা করা যায় !!!!
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন