গন্তব্য যখন ইউরোপ ! ইটালি হয়ে ফ্রান্সে গমন ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৯:২৩ সকাল
লেখাটি আপনার বিরক্তির কারন হলে বিনয়ের সহিত ক্ষমা চেয়ে নিচ্ছি ।
কেউ জার্মান, ফ্রান্স অথবা আমেরিকা ও ইউরোপের যে দেশেই থাকুক এলাকার মানুষ শুধু তাকে নয়, তার পরিবারশুদ্ধ সবাইকে সমীহ করত । উক্ত কথাটি যখন অনেক ছোট ছিলাম সত্যি মনে হত । কারন গ্রাম গন্জে ইটের দালানের বাড়ীঘর যে কয়টা ছিল, প্রায় সবই ছিল তাদের । এখন সমীকরন অনেক বদলেছে ।ইউরোপ-আমেরিকায় থেকে সারাজীবন যা কামাই করা যায়, দেশে রাজনীতি করলে সাথে নিজ দলের সরকার ক্ষমতায় থাকলে তার চেয়ে ঢের বেশী টাকা কামানো যায় মাত্র ৫বছরেই । সে যাউকগ্যা, আমরা পাবলিক আমাদের সংগ্রাম করেই বাচতে হবে-
াআমার এক আত্মীয়ের ইচ্ছা ইউরোপ গিয়ে ইউরো কামাবে । তার এক আত্মীয়ের মাধ্যমে ইটালির ভিসা যোগাড় করেছে । শুনলাম সে ভিসার মেয়াদ নাকি ৬মাস থেকে ১বছর থাকে । ভিসার ধরন নাকি এগ্রিকালচার । কৃষিবিদ না কৃষক হিসেবে ভিসা তা জানা নেই । যাইহোক, ইদানিং নাকি ইটালিতে চাকুরীর বাজার মন্দা তাই সেখানে যাবার দিন কয়েকের মধ্যেই ফ্রান্সে পাড়ি দেবে । এগ্রিকালচার ভিসায় ইটালি গেলে নাকি ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঘুরা যাবে কিন্তু কাজ করা যাবেনা । তাই নতুন করে পার্সপোর্ট করতে হবে এবং ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে হবে । কপাল ভাল হলে ফ্রান্সে গিয়ে সরকারী কোষাগার থেকেও নাকি কিছু টাকা অর্থ সাহায্য পাবে ।
াআমি থাকি ইটালী ফ্রান্স থেকে হাজার-হাজার মাইল দূরে । ঘটির কাটায় এক্কেবারে ১০ঘন্টা সময়ের তফাৎ । তাই আজকে ফ্রান্সে এক আত্মীয় ও ইটালীর আরেক আত্মীয়কে ফোনে করেছিলাম নাটকীয় বিষয়টি জানতে ।
াআপনারা কেউ কি ইটালি বা ফ্রান্সে থাকেন যাদের এধরনের ঘটনার অল্প-বিস্তর আইডিয়া আছে ? প্যারিসে একজন ব্যাচেলরের থাকা-খাওয়া বাবদ মাসে কত ইউরো খরচ হতে পারে ? জানার আগ্রহ কারন হাজার মাইল দূরে থাকলেও তার দেখাশুনা আপাতত আমাকেই করতে হবে, আমাকেই আলাপ করে মেস ঠিক করতে হবে ইত্যাদি ।
বিষয়: বিবিধ
২৪১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
''প্যারিসে একজন ব্যাচেলরের থাকা-খাওয়া বাবদ মাসে কত ইউরো খরচ হতে পারে ? জানার আগ্রহ কারন হাজার মাইল দূরে থাকলেও তার দেখাশুনা আপাতত আমাকেই করতে হবে, আমাকেই আলাপ করে মেস ঠিক করতে হবে ইত্যাদি ''
০ আপনি সংগ্রাম করে চললে আরেকজনের ভরনপোষণ করবেন কিভাবে ? তাও আবার ইতালীর মত চাকুরির বাজার মন্দা এরকম এলাকাতে থেকে ?
মন্তব্য করতে লগইন করুন