জামায়াত ইসলামির কর্মীগন বিষয়টি ভেবে দেখবেন আশাকরি

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২১ নভেম্বর, ২০১৩, ১০:১৬:১৭ সকাল

সামরিক স্বৈরাচার এরশাদের পতনের পর ৯১ এর নির্বাচনে এককভাবে নির্বাচন করে সংসদে ১৮ টি আসন লাভ জামায়াতের জন্য বড় একটি পাওয়া ছিল । বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়ে সামাজিক সাহায্য-সহযোগিতামূলক কাজে নিজেদের নিয়োগ না করে রাজপথের আন্দোলন বেশী মাত্রায় জড়িয়ে পড়ে দলটি । যার ফলে ধর্মভীরু হওয়া সত্বেও অল্পশিক্ষিত ও দারিদ্রপীড়িত জন-মানুষের কাছ থেকে ধীরে ধীরে কিছুটা দূরে সরে যায় দলটির কর্মীরা। ৯১ নির্বাচনের পর কর্মীদের অতি উচ্চাকাংখাই এটির অন্যতম কারন হতে পারে ।

শুরু হয় কেয়ারটেকারের রাজপথের আন্দোলন । বিষয়টি এমন ছিল দলটির কর্মীদের কাছে, যেন অবাধ নির্বাচন হলে তারা ৫০টির অধিক আসনে জিতবে !! কিন্তু তাদের আন্দোলনের ফসল ঘরে তুলেছিল বর্তমানে দলটির উপর নির্মমভাবে নির্যাতন চালান বর্তমান ক্ষমতাসীন দল ।

এরপর আবার পছন্দের পরিবর্তন । এবার সমঝোতার ইলেকশনে দুটো মন্ত্রনালয়ের দায়িত্ব পেলেও বেশি মাত্রায় কঠোরভাবে সৎ ও দূরদর্শী চিন্তার অভাবে দরিদ্র মানুষের কাছে যেতে পারেনি । মহান আল্লাহ 'কোরানে' যেখানে নামাজের কথা বলেছেন, প্রায় সবস্হানেই সাথে যাকাতের কথা বলেছেন। মানুষের অর্থনৈতিক মুক্তি ছাড়া ইসলামি সমাজ ব্যবস্হা কায়েম করলেও তা টিকিয়ে রাখা অসম্ভব হবে এটাই বাস্তব। কিন্তু দু'টি মন্ত্রনালয় চালানো মানে দেশের সব নির্বাহি ক্ষমতার অধিকারী হওয়া নয়, অর্থাৎ দুজন চাইলেও যা খুশী করতে পারে এমনটি নয় - এ কথাটিও দলটির কর্মীরা দেশের মানুষকে বুঝাতে সক্ষম হয়নি । যার ফলে এখনো অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় দলটির কর্মীদের।

এখন আবার শুরু হয়েছে সেই ৯৫-৯৬ সনের মত একি দাবীতে আন্দোলন । আর এবার ফসল ঘরে তুলতে তৈরী বর্তমান প্রধান বিরোধী দল ।

বিভিন্ন জরিপের ফলাফল অনুযায়ী দেশের ১০শতাংশের কম মানুষ জামাতকে ভোট দেয় । মিশরে ৫০% এর বেশী ভোট পেয়েও ইসলামিস্টরা কি করছে । সুতরাং সময় ও যুগের পরিবর্তনের সাথে বিষয়গুলো সামনে নিয়ে সিদ্ধান্ত নেয়া দরকার । রাজপথের আন্দোলনের চেয়েও সামাজিক কাজে বেশী নিয়োজিত হওয়া দরকার । প্রশাসন, প্রতিরক্ষা, ব্যবসাসহ সমাজের সবস্তরে নিজেদেরকে প্রতিষ্টার দিকে বেশী গুরুত্ব দেয়া দরকার। নতুবা জামাত কর্মীদের রক্তের সিড়ি বেয়ে অন্যরা ক্ষমতার পালাবদল করে যাবে যুগের পর যুগ।

বিষয়: বিবিধ

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File