ভারতে যেমন বিজেপি - বাংলাদেশে তেমনি আওয়ামীলীগ । উভয় দলই ধর্মান্ধ মৌলবাদী ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৮ নভেম্বর, ২০১৩, ০৯:৪৯:২২ সকাল
ধর্মীয় মৌলবাদ বা ধর্মান্ধ কথাটা দেশের তথাকথিত শুশীলগন ইদানিং বেশ জোরেশোরেই আওড়ান ।
ভারতের মোদিদের বিজেপি যেমন ট্রেনের এয়ারকুলারের কম্প্রেসর বিস্ফোরন হয়ে আগুন লাগলেও তা মুসলমানদের সন্ত্রাসী কর্ম বলে দাংগা বাধিয়ে হাজার-হাজার নিরিহ মানুষকে দেবী কালীর নামে হত্যা করে ।
ঠিক একিভাবে বাংলাদেশের জনসংখ্যার বিরাট একটা অংশ ধর্ম সম্পর্কে অন্ধকারেই আছে । বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ডিগ্রী নিয়ে এরাই উল্টো ধর্মীয় আলেমদেরকে ধর্মান্ধ বলে । অথচ বাংলাদেশে এ যাবতকালে যারা হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর যাবতীয় নির্যাতন (আমাদের গ্রামে প্রায় ৩০ শতাংশ মানুষ হিন্দু । তাদের জমি দখল, নারীদের উপর নির্যাতন, চাদাবাজি, মন্দির ভাংচুর ইত্যাদি সবি যাদেরকে প্রগতিশীল, হিন্দুদের প্রতি সহানুভূতিশীল, স্বাধীনতার চেতনাধারী বলা হয় তারাই করে থাকে)প্রায়ই শতভাগই আওয়ামীলীগের লোকজন করে আসছে । ধর্ম সম্পর্কে শূন্যবিদ্যা নিয়েই এরা ধর্মীয় চেতনার কথা বলে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায় ।
সুতরাং ভারতের যেমন বিজেপি - বাংলাদেশের তেমনি আওয়ামীলীগ । উভয় দলই ধর্মান্ধ মৌলবাদী ।
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন