জাহাজ ডুবির ঘটনায় ইতালিতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা ।
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৪ অক্টোবর, ২০১৩, ০৭:৩৬:০০ সকাল
দারিদ্রপীড়িত আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ থেকে উপরোপের উদ্দেশ্যে পাড়ি জমানো একটি জাহাজ ইতালির উপকুলে ডুবে শতাধিক মানুষ মর্মান্তিকভাবে মারা গেছে । ইতালির রাষ্ট্রপ্রধান ঘটনাটিকে গভীর শোকাবহ হিসেবে অভিহিত করে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষনা দিয়েছে ।
উন্নত দেশগুলো মানবিকতাবোধের কারনে যুদ্ধপীড়িত ও দরিদ্র দেশের মানুষকে নিজ দেশে থাকতে দেয় বিষয়টি শুধু এমনটি নয় । নিজ দেশের অর্থনীতির চাকা সচল ও এগিয়ে নেয়ার জন্য তাদের দক্ষ্ ও অদক্ষ সবধরনের লোকের চাহিদা রয়েছে । নাহয় প্রতিবছর বহু মানুষকে বৈধ অভিবাসন দিয়ে থাকার সুযোগ করে দিতনা ।
সিরিয়ার যুদ্ধে লাখ লাখ মানুষ পাশের দেশে আশ্রয় নিয়েছে । ইতিমধ্যে বহু ধনি দেশ এ অসহায় লোকদের একটি অংশ করে তাদের দেশে বৈধ অভিবাসন দেয়ার ঘোষনা দিয়েছে ।
কিন্তু আমাদের পাশের দেশ বার্মা যখন জাতিগত বিদ্ধেষ ছড়িয়ে সে দেশের মুসলমানদের উপর গনহত্যা চালাচ্ছিল, অনেকে তখন জীবন বাচাতে বাংলাদেশে আশ্রয় চাচ্ছিল । কিন্তু আমরা তাদেরকে আশ্রয় না দিয়ে গৌতম বুদ্ধের শান্তির বানী বয়ে বেড়ানো হিংস্র জানোয়ারতুল্য বার্মিজ রাখাইনদের গুলি ও আগুনের মুখে ঠেলে দিচ্ছিলাম ।
ইতালির সরকার ও আমাদের সরকারের মানবিক মূল্যবোধের কি অপূর্ব অমিল ।
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন