মোকাদ্দমা

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৬:৩৯ সকাল

একজন নারী রাস্তায় একাকি যাচ্ছিলেন । পথিমধ্যে চারজন লম্পট চরিত্রের লোক তার পথ আগলে ধরল । তারা ঐ মহিলাকে কুপ্রস্তাব দিয়ে ব্যার্থ হয়ে জোরপূর্বক তার সম্ভ্রনহানির চেষ্টা করছিল । মহিলার চিৎকারে এক লোক এগিয়ে আসল এবং তাদের সাথে তর্কে লিপ্ত হল। ইতিমধ্যে রাস্তা দিয়ে চলা আরো কিছু পথিক হাজির হল ।

লম্পট চরিত্রের লোকগুলো সবার উদ্দেশ্যে চিৎকার করে বলছিল, ' এ দু'জনকে তারা আসামাজিক কাজে লিপ্ত অবস্হায় হাতে নাতে ধরেছে'।

অতঃপর শালিস ডাকা হল । দু'জনের অসামাজিক কাজের চাক্ষুস ৪জন স্বাক্ষীও পাওয়া গেল ।

লম্পটগুলো এলাকার পরিচিত প্রভাবশালী হবার কারনে কেউ যুক্তিতর্ক করার সাহস পাচ্ছিলনা ।

বিচার এগিয়ে চলছিল । জরুরী কাজ থাকায় ও সময়ের স্বপ্লতার কারনে বিচারের শেষ দেখা আর সম্ভব হয়ে উঠেনি ।

পরে খবর নিয়ে দেখা যায় লম্পটদেরই জয় হয়েছে ।

(প্রসংগ বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার ও মাওলানা সাঈদি ।)

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File