দেখুনতো ভদ্রলোকটিকে চেনা যায় কিনা ?

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২২ আগস্ট, ২০১৩, ১১:০৮:৩৬ সকাল

দিনকয় আগে আমার এক প্রতিবেশীর সাথে তার এক পরিচিত ভদ্রলোকের কথোপকথনের সার সংক্ষেপ -

প্রতিবেশী - দেখেছেন, মিশরে কি হচ্ছে ? একজন নির্বাচিত প্রেসিডেন্টকে হটিয়ে তার সমর্থকদের কি নির্মমভাবে হত্যা করছে সে দেশের সেনা সরকার ।

পরিচিত ভদ্রলোক - মিশরের ব্রদারহুডের কথা বলছেন, আরে ওরাতো জামাতী !!

কি ভেবেছেন ? ভদ্রলোকটি কোন সেক্যুলার দলের সাপোর্টার ? হতে পারে সেক্যুলার! মনের খবরতো একমাত্র আল্লাহই জানেন । কিন্তু পরিচিতি হল উনি একজন সুন্দর চেহারার লম্বা দাড়িওয়ালা দ্বীনের দায়ী । যারা নিরলসভাবে ঈমান-আমলের খেদমত করে চলেছেন ।

এখানে কারো সমালোচনা করা মোটেও উদ্দেশ্য নয় । তাই কেউ সমালোচনা করবেননা দয়া করে । শুধু চিনে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ।মাঝে মাঝে মনে হয় সারা দুনিয়ায় উনাদের একমাত্র শত্রু ঐ জামাতী !!!!!!!!

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File