আমাদের প্রধানমন্ত্রী একচুল নড়ার হিম্মতও হারিয়েছেন !

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৯ আগস্ট, ২০১৩, ১০:১২:২৪ সকাল

খালেদা জিয়ার প্রথমবারের মত প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বর্তমান সরকারের ক্ষমতায় থাকা দলটি রাজাকার ও স্বৈরাচারের সাথে জোট বেধে কেয়ারটেকার সরকারের দাবীতে তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন । লাগাতার হরতাল অসহযোগ, জ্বালাও-পোড়াও কি করেনি কেয়ারটেকার নামক সরকারের দাবীতে !! অন্যদিকে বিএনপিও তখন 'রাজাকার-স্বৈরাচার-হাইজাকার তিন পাগলের অংগীকার, কেয়ারটেকার সরকার' বলে সরাসরি নাকচ করেছিল বিরোধীদের দাবীকে। যদিও পরবর্তীতে তারাই একতরফা নির্বাচন দিয়ে কেয়ারটেকারের বিধান সংবিধানে সংযুক্ত করেছিল ।

২০০৬ সালে প্রথমবারের মত কেয়ারটেকারের প্রধানকে মানিনা, তারপর নির্বাচন কমিশনারকে মানিনা বলে সেই একি কায়দায় দেশব্যাপী জ্বালাও-পোড়াও করে অবশেষে আন্দোলনের ফসল হিসেবে মঈন-মাসুদ গংদের সরকার পেয়েছিল । যাদের অতিমাত্রায় বাড়াবাড়ি শেখ হাসিনাকেও কম ভোগায়নি ।

বিদেশী প্রভুদের মাধ্যমে মঈন-মাসুদদের সাথে চুক্তি করে গদির স্বাদ পাওয়া শেখ হাসিনা ইতিমধ্যে নিকট অতীতকালের সব ইতিহাস ভুলে গেছেন !! আওয়ামী ইতিহাস ও চরিত্র থেকে দেশের মানুষের এটাও না বুঝার কথা নয় যে, ক্ষমতা হারালে এরাই একসময় কেয়ারটেকারের জন্য মানুষের ভোটের অধিকার বলে দেশে জ্বালাও-পোড়াও শুরু করবে ! কেয়ারটেকারের জন্য দেশে তিনি কি করেছিলেন, মঈন-মাসুদ-ফখর তাকে কিভাবে নির্যাতন করেছিল মনেহয় সবি ভুলে গেছেন আমাদের প্রধানমন্ত্রী !! নাহয় কিভাবে শেখ হাসিনা কেয়ারটেকার ছাড়া নির্বাচন চিন্তা করেন ! কিভাবে এতটা নিশ্চিত মঈন-মাসুদ গংরা আবার ক্ষমতার কেন্দ্রে আসলে তিনি মহাসুখেই থাকবেন ! তারা তাকেই আবার গদিতে বসাবেন !

প্রধানমন্ত্রী বোধকরি এমনসব উপদেষ্টামন্ডলীর দ্বারা আবদ্ধ হয়ে গেছেন, যাদের বুদ্ধি-পরামর্শের বাইরে নিজের চিন্তার বহিঃপ্রকাশ ঘটানোর মত হিম্মত পূরোমাত্রায় হারিয়েছেন ।

বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File