ব্লগার রাজীব হত্যার মূলঘাতক সেই সাবেক শিবির নেতা গ্রেফতার !!!!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৫ আগস্ট, ২০১৩, ১১:৩৭:৪৫ সকাল
বাংলাদেশ সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে নির্বাচনের পূর্বে দেশের মানুষকে চমকিত হবার মত কিছু দেবার চেষ্টা করছে মনে হয় !!! আনসারুল্লাহ নামক জংগী সংগঠনের নাম অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল । কিন্তু নির্বাচন ঘনিয়ে আসার প্রাক্কালে কেন দলবলসহ তারা ধরা পড়ল গোয়েন্দারাই ভাল জানেন ।
ব্লগার রাজীব খুন হবার পর প্রধানমন্ত্রীসহ সরকারের মহারথিরা যেভাবে দৌড়ে গিয়েছিলেন তার বাসায়, তাতে জামাত-শিবিরের নিষিদ্ধ হওয়া ছিল সময়ের ব্যাপার । কারন দ্বিতীয়মুক্তিযুদ্ধের মহান শহীদকে জামাতিরাই খুন করেছে বলে উনাদের সাচ্ছা অনুমান ।
পরবর্তীতে নর্থ-সাউথ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গ্রেফতারকৃত ৫জনের টিম স্বীকারোক্তি দিয়েছিল, শিবিরের সাবেক এক নেতাই তাদেরকে প্ররোচনা দিয়েছিল রাজীবকে খুন করার জন্য । যা পুলিশ সংবাদ সম্মেলন ডেকে দেশবাসীকে জানিয়েছিল ।
অবশেষে গ্রেফতার হল শিবিরের সাবেক সেই নেতা যিনি একসময় চরমোনাইয়ের মূরীদ ছিলেন । টগ-জগ বাধলে শেষে সরে এসে আনসারুল্লাহ গঠন করেন । এবং তার প্ররোচনাতেই ব্লগার রাজীবকে খুন করা হয় !!!
বিস্তারিত- http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/41937
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন