মিতা হককে নিয়ে অপপ্রচার
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১০ আগস্ট, ২০১৩, ০৫:১৬:৫৯ বিকাল
৭১ টেলিভিশনে এক গোলটেবিল আলোচনায় নাট্যতারকা মিতা হক একটি খাটি ও সত্য কথা বলেছেন । ইদানিং বিভিন্ন পাবলিক প্লেসে বা অনুষ্ঠানে বাংগালী খুব কমি দেখতে পান তিনি । সবাই কেমন যেন ইসলামিক ধাচের পোষাক পরে থাকে । কোন এক অনুষ্ঠানে উনি শুধু একা নিজেকেই বাংগালী হিসেবে পেয়েছেন ।
উনি সরকারের উচ্ছসিত প্রসংসা করলেন । কারন সরকারও উনার মত একি মননের মানে বাংগালী ।
মিতাহকের কথায় মনটা বেশ প্রশান্ত হল, দেশের মানুষ বাংগালী হতে গিয়ে ইসলাম ছাড়েনি । উনার কথমতই দিন দিন বেড়েই যাচ্ছে ।
বাংগালী সরকারের কাছে অনুরোধ আপনারাসহ মিতাহকেরা মারা গেলে যেন শাড়ী পড়িয়ে কপালে টিপ-সিদুর লাগিয়ে আপনাদের শেষকৃত্য করা হয় । বিদায় বেলায় বাংগালীপনার সাথে প্রতারনা করার কোন অর্থ হয়না ।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন