এমপি রনিও আওয়ামীলীগ করেন
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৩ জুলাই, ২০১৩, ০৯:১১:০৪ সকাল
বেসরকারী টিভি চ্যানেলগুলোর কল্যানে ব্যাপক পরিচিত পাওয়া ও 'টক-শো'তে মুখরোচক কথার জন্য অনেকের কাছে জনপ্রিয়তা লাভ করা পটুয়াখালীর একটি আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য হয়েছেন গোলাম মাওলা রনি ।
এ জনপ্রিয়তার কারনে মাঝে মাঝে ফেসবুকে স্ট্যাটাস দেখি আপনি কাকে আগামীতে দেশের সরকার প্রধান হিসেবে চান । যথাক্রমে ; পার্থ-রনি-তারেক-পলক !!! যদিও কখনো এধরনের স্ট্যাটাসে লাইক বা মন্তব্য দেয়ার সুযোগ হয়নি ।
আওয়ামীলীগকে নিয়ে বাংলাদেশের ডানঘরানার লোকজনের কাছে একটি জনপ্রিয় শ্লোগান হল ' তুই কি মানুষ না আওয়ামীলীগ' !!! মানে আওয়ামীলীগ করতে হলে মানবতা বোধকে পায়ের তলায় পিষ্ট করে তবেই করতে হয় ! আওয়ামীলীগ করবে তার আবার মনুষ্যত্ববোধ থাকবে কেন !!তাইতো ভদ্রলোক রনির চকচকে জুতার তলায় পিষ্ট হতে দেখলাম এক খেটে খাওয়া অন্যের হুকুমের চাকরকে !!
এ যাবত বাংলাদেশে সাংবাদিক নির্যাতন কম হয়নি । আর আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেতো কথাই নেই । কিন্তু হঠাৎ করে এরকম ভাল ইমেজের একজন এমপির বিরুদ্ধে সবাই ক্ষেপল কেন !!
আমার কাছে উত্তর অনেক সহজ -
এটা টেন্ডার দখল করতে গিয়ে দুই কুত্তার কামড়া-কামড়ির মতই, সাথে 'মানুষ না আওয়ামীলীগ' !!!!
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন