বাংলাদেশের মাদ্রাসাগুলোতে কুপমন্ডুক তৈরী হয় - এইচ টি ইমাম
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৯ জুলাই, ২০১৩, ০৬:৫৫:২০ সকাল
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বিবিসির সাথে সাক্ষাতকারে দেশের মাদ্রাসা ও এতিমখানাগুলোতে অন্ধ কুপমুন্ডুক তৈরী হচ্ছে বলে বলেছেন !! বিএনপির শাসনামলে বিদেশী সন্ত্রাসী ও জংগীদের দেশের ভিতরে ট্রেনিং দেয়া হত বলে বলেছেন । আরো বলেছেন, বর্তমানে দেশে এমন অনেক জংগী আছে যারা একসময় ওসামা বিন লাদেনের দেহরক্ষী ছিল । তারা হেফাজত ইসলাম ও শিবিরের ক্যাডার হিসেবে দেশে অশান্তি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে । এত ত্যাগ স্বীকারের মাধ্যমে দেশ স্বাধীন করলামকি দেশটাকে ইসলামি রাষ্ট্র বানানোর জন্য ।
নিজের দেশে ওসামা বিন লাদেনের দেহরক্ষী রয়েছে (কেন গ্রেফতার হচ্ছেনা কেউ জানতে চায়না!!!!) এটা শুনতে হয় একটি আন্তর্জাতিক মিডিয়ার সাক্ষাতকারে তাও আবার দেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছ থেকে !!!! ক্ষমতায় থাকার জন্য দেশটাকে আন্তর্জাতিক অংগনে আর কত ছোট করবে ?? এরা কি বাংলাদেশের কেউ নাকি ভিনদেশী দালাল ??
বিষয়: বিবিধ
২০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন