ইসলামপন্হীদের গনতন্ত্রের প্রতি এত উদারতা কতটুকু যৌক্তিক ??

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১১ জুলাই, ২০১৩, ১১:৩৮:৫২ সকাল

বর্তমান বিশ্বের আধুনিক গনতন্ত্রের সাথে খাপ খাইয়ে ক্ষমতারোহনের মাধ্যমে ইসলামি কল্যানরাষ্ট্র গঠনের লক্ষ্যে মিশরের মুসলিম মুসলিম ব্রাদারহুদের আদলে বিশ্বের অনেক দেশেই ইসলামি আন্দোলন বা রাজনৈতিক চর্চা চলছে ।

বর্তমান বিশ্বে তুরস্কই একমাত্র দেশ যেখানে গনতান্ত্রিকভাবে একটি ইসলামপন্হী দল শাসন ক্ষমতায় । বেশ কয়েকবার সেনা ক্যু হলেও তারাই আবার ক্ষমতায় ফিরে আসছে । কিন্তু অতিমাত্রায় সেক্যুলার দেশের সেনাবাহিনি তাদেরকে কতটুকুইবা সেই ইসলামি কল্যানরাষ্ট্র গঠনের সুযোগ দিচ্ছে ? তারপরেও অন্তত কিছু সৎমানুষ দেশ পরিচালনা করছে এবং একসময় হয়ত তারা সেই লক্ষ্যপানে পৌছুতে সক্ষম হবে আপাতত এতটুকু সান্তনা।

মিশরের ব্রাদারহুড ক্ষমতায় এসেও সেক্যুলারদের ষড়যন্ত্রে আবার দীর্ঘমেয়াদি নির্যাতিত হবার দরজায় উপনিত । সংখ্যাগরিষ্ট মানুষের সমর্থন থাকলে তারাও হয়ত তুরস্কের ন্যায় আবার ফিরে আসবে ।

সালাফি হুজুররা গনতন্ত্র হারাম বলে রাজনৈতিক চর্চা না করলেও মিশরে রাজনৈতিক পট পরিবর্তনে ইদানিং বেশ সক্রিয়। সালাফিরাও এখন ভাবতে শিখেছে, মুসলমানদের স্বার্থ সংস্লিষ্ট সব কাজেই তারা অংশ নিবে । হোকনা তা গনতান্ত্রিকধারার রাজনীতি । ব্রাদারহুডের বিপক্ষে অবস্হান নিয়ে সেক্যুলারদের ক্ষমতায় আসার সুযোগ করে দিয়ে তারা কতটুকু ঠিক করল সময় বলে দেবে ।

শাহাদাতের মহান তামান্নাতো মুসলমানদের অন্তরে থাকতেই হবে । এখন ইসলামপন্হীরা যদি বেশীমাত্রায় গনতান্ত্রিক হয়ে উঠে, নিজেদের প্রাপ্য অধিকার আদায়ের জন্যও যদি হাতে জিহাদের হাতিয়ার না উঠে, সংখ্যাগরিস্ট সমর্থন থাকার পরেও যদি ইসলামি কল্যানরাষ্ট্রের জন্য জিহাদকে গুরুত্ব না দিয়ে গনতন্ত্র চর্চা নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তাদের অন্তরের সেই সুপ্তবাসনা আল্লাহর রাস্তায় শহীদ হবার সৌভাগ্য কিভাবে জুটবে !! আর কিভাবেইবা কল্যানরাষ্ট্র গঠিত হবে !! গনতান্ত্রিকধারায় বিনা অস্রে জিহাদে নেমে রাজপথে অকাতরে জীবন বিসর্জন দেয়া ইসলামের সঠিক শিক্ষা কিনা আমার জানা নেই !!!

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File