"প্রবাসের গল্প" বইয়ের কল্যাণে ব্লগার দম্পতির বাসায় একদিন।
লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ২০ মার্চ, ২০১৬, ০২:০৪:০৯ রাত
প্রবাসের গল্প বইটি বাজারে এসেছে জানুয়ারী ২০১৬ এর শেষ দিকে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে পৌছে গেলেও আমার হাতে পেলাম গত ১৭ই মার্চ বৃহস্পতিবার দুপুরে। বইটিতে আমি সহ মদীনার তিনজনের লেখা ছাপা হয় একজন হলেন সাংবাদিক ফরহাদ ভাই অন্যজন হলেন টুডে ব্লগের নিয়মিত লেখিকা মাহবুবা সুলতানা লায়লা আপু। মাশা আল্লাহ দু-জনই খোব ভাল লিখেন। বইটি হাতে পেয়ে সাথে সাথেই ফরহাদ ভাইকে ফোনে এবং লায়লা আপুকে তার একটি পোষ্টের কমেন্ট বক্সে জানিয়ে দেই বইটি সংগ্রহ করার জন্য।
বৃহস্পতিবার রাতে লায়লা আপুর স্বামী ব্লগার ফজলে এলাহি মুজাহিদ ভাইয়ের ফোন আমি লায়লার (আপু) স্বামী বলছি।
জি ভাইয়া আগামীকাল মদীনায় মসজিদে নববীতে সাক্ষাতে বইটি নিয়ে যাবেন। তিনি আমাকে অত্যন্ত আন্তরিকতার সাথে তার বাসায় আমন্ত্রন জানালেন দুপুরের খাবার এক সাথে খাওয়ার জন্য। সময় সল্পতা আর কাজের চাপে যদিও অপারাগতা জানিয়েছিলাম , শেষ পর্যন্ত বাসায় যেতেই হল।
অথিতিপরায়ন চমৎকার একজন স্বজ্জন মানুষ লায়লা আপুর স্বামী মুজাহিদ ভাই। থাকেন বেশ ক-বছর হল প্রিয় নগরী সোনার মদীনায় ।
বাসায় গিয়েতো তাজ্জব বনে গেলাম খাবারের আইটেম দেখে। প্রবাসের বাড়ীতে খাবারের এত আয়োজন , একা একা সামাল দিতে অনেক সময় এবং খোব পরিশ্রম হয়েছে নিষ্চয়। বাসায় গিয়ে বুজতে পারলাম দাওয়াতটা না রাখলেই মনে হয় ভাল ছিল , অন্তত লায়লা আপু এতগুলো পরিশ্রম থেকে বেচে যেতেন। স্যরি আপু অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাকে। দেশী আইটেম আপুর হাতের সু-স্বাধু রান্না খেয়েছি একমদম পেটপুরে। খাবারের প্রশংসা কোনটা রেখে যে কোনটা বলি বুজতেছিনা , তবে সবগুলোই অনেক চমৎকার হয়েছে গতকালের খাবার এখনো জিহবায় সেই স্বাধ লেগে আছে আর প্রশংসা চলছে আমার রব্বের আলহামদুল্লিাহ্।
মুজাহিদ ভাই পরিচয় করিয়ে দিলেন তার এক বন্ধু ব্লগার আসিফ নজরুল ভাইয়ের সাথে আসিফ ভাই চমৎকার একজন মানুষ, নিজেকে পরিচয় দেন একজন ব্লগ পাঠক হিসেবে। অল্প সময়ের পরিচয়ে খোবই ভাল একটি দিন কেটেছে "প্রবাসের গল্প" বইয়ের কল্যাণে এক ব্লগার দম্পতির বাসায়।
লায়লা আপুও ফজলে এলাহী ভাইয়ের ঘর আলোকিত করে রেখেছেন তাদের একমাত্র মেয়ে নুসাইবা। মা-বাবার মত সৎও আদর্শবান আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠুক "নুসাইবা" মহান রব্বে কারীমের দরবারে আজ এই আকুতি জানাই। কবুল কর ইয়া রব্ব।
বিষয়: বিবিধ
১৬০৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মদীনার কোথায় থাকেন? তো, শাহাদাত ভাই সেল নং টা দেওয়া যাবে?
ধন্যবাদ।
বইটির রিভিউ চাই!!
-
আপুর কাছে আমিও দাওয়াত চাই।
ইয়ে মানে খাইতাম চাই।
গাজী ভাই কথার কথা বলেছেন। কিন্তু আমি আসব বললে সত্যি সত্যি আসতে পারি!কারণ আমি প্রতি বছর ২/১ বার সৌদিতে আসি আপু।
গাজী ভাই কথার কথা বলেছেন। কিন্তু আমি আসব বললে সত্যি সত্যি আসতে পারি!কারণ আমি প্রতি বছর ২/১ বার সৌদিতে আসি আপু।
মন্তব্য করতে লগইন করুন