প্রবাসের গল্প বইটি সংগ্রহ করছেন কি?

লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৪:০৪ রাত





জীবন জীবিকার সন্ধানে স্বদেশ ছেড়ে একটি সুন্দর সোনালি স্বপ্নের প্রত্যাশায় বিশ্বের নানা প্রান্তে বাস করছেন প্রায় এক কোটি বাংলাদেশি প্রবাসী। যাদের হাড়ভাঙা পরিশ্রমের বিনিময়ে পাঠানো রেমিট্যান্সে প্রতিনিয়ত সচল হচ্ছেবাংলাদেশের অর্থনীতি

দিনরাত অক্লান্ত শ্রম আর কষ্টের বিনিময়ে যারা দেশে থাকা পরিবার ও স্বজনদের মুখে হাসি ফোটাচ্ছেন, তাদের জীবনের অনেক গল্প চিরকাল আড়ালে থেকে যায়। সেরকম নানা স্বাদের কিছু গল্প ও অভিজ্ঞতা এ বইটিতে তুলে ধরেছেন বেশ কয়েকজন প্রবাসী লেখক।

প্রবাসীদের লেখায় ফুটে উঠেছে তাদের জীবনযাত্রার বৈচিত্রময় নানা ঘটনা। প্রবাসীদের বৈচিত্রময় ঘটনাবলী জানতে পড়ুন প্রবাসের গল্প

বইটিতে আরো যাদের লেখা স্থান পেয়েছে :

০১, প্রবাসীর অভিমান- মোহাম্মাদ লোকমান

২. প্রবাসে সুখ-দুঃখের অনুভূতি- হামিদুর রহমান পলাশ, সৌদি প্রবাসী।

৩. প্রবাসের সুখ-দুঃখ- আবু তাহের মিয়াজী, কাতার প্রবাসী।

৪. সাধের প্রবাস- নূরুল ইসলাম

৫. প্রবাসী বাবার লাশ প্রবাসেই থাকুক- মোঃ ইসমাইল- দুবাই প্রবাসী।

৬. প্রবাসে চরিত্র সফলতা এনে দেয় এবং আইন মানলে জীবন যাপন সহয হয়- আব্দুল্লাহ আল শাহীন, দুবাই প্রবাসী।

৭. একজন প্রবাসীর সাক্ষাতকার- মোঃ হারুন অর রশিদ, দুবাই প্রবাসী।

৮. হে প্রবাসী স্বামী! আবার তুমি আসবে ফিরে আমায় কথা দাও- মোঃ জামাল উদ্দিন, সবেক দুবাই প্রবাসী।

৯. প্রবাসের রোজনামচা- মোঃ মাহমুদুল হাসান চৌধুরী, কাতার প্রবাসী।

১০. দীর্ঘ ২১ বছরের প্রবাস জীবনের ব্যর্থ গল্প- মোঃ শামীম আহমদ।

১১. লটারীর নামে প্রতারণা : প্রবাসীরা সাবধান- শাহাদাত হুসাইন সৌদি প্রবাসী।

১২. প্রবাসের স্মৃতিচারণ- কামরুল হাসান নিয়াজ- ইসতান্বুল প্রবাসী।

১৩. সময় অসময়ের প্রহর- মুনসি মুহাম্মদ উবাইদুল্লাহ, ভারত প্রবাসী।

১৪. বাবার সাথে মদীনা ভ্রমণ- লোকমান বিন নূর হাশেম, সৌদি প্রবাসী।

১৫. বাস্তবতায় জীবনের মানে কঠিন- মাহবুবা সুলতানা লায়লা, সৌদী প্রবাসী।

১৬. তুর্কির দিনলিপি- ফায়সাল বিন আবুল কাসেম, তরস্ক প্রবাসী।

১৭. সব কিছু ভুলে যাই- মোঃ আব্দুর রহিম, দুবাই প্রবাসী।

১৮. নিঃশব্দ দীর্ঘশ্বাস(কবিতা)- ফ.ই.ম. ফরহাদ, সৌদি প্রবাসী।

১৯. এক প্রবাসীর আত্মকথা (কবিতা)- মোহাম্মদ এনামুল হক, দুবাই প্রবাসী।

২০. প্রবাসের খোলা চিঠি (কবিতা)- মুহাম্মদ ইসমাইল, দুবাই প্রবাসী।

২১. স্মৃতির পাতা(কবিতা)- আবু তাহের মিয়াজী, কাতার প্রবাসী।

বইটি পাওয়া যাবে ।

বাহার প্রকাশনী

চকবাজার চট্রগ্রাম

০১৯১৯২১৬৬১৪

দারুল হিকমা লাইব্রেরী আন্দরকিল্লা এবং স্পন্দন অডিও ভিডিও সেন্টার ।

নব প্রকাশ

চকবাজার ঢাকা।

০১৯১৩৫০৮৭৪৩

https://www.facebook.com/shahadat.tsf

https://www.facebook.com/groups/471712616347792/

বিষয়: বিবিধ

২৮০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359676
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঢাকার ঠিকানাও দিলে ভাল হতো মনে হয়।
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৮
298171
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ। ঢাকার ঠিকানাও এ্যাড করছি।
359730
১৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সংগ্রহ করা হয়েছ। ধন্যবাদ।
১৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৯
298263
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ধন্যবাদ ভাইজানGood Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File