প্রিয় ব্লগার গাফফার মাহমুদ ভাইও আমি প্রিয় নগরী সোনার মদীনায় ।
লিখেছেন লিখেছেন শাহাদাত হুসাইন নবীনগর ০৯ মে, ২০১৫, ০২:০৮:২৮ রাত
প্রিয় ব্লগারও ফেইসবুক বন্ধু Gaffer Mahmud ভাই আজ এসেছিলেন প্রিয় নবিজির (সাঃ) রওজা শরীফ যিয়ারত করার জন্য ।
এর পূর্বেও এসেছিলেন বেশ কবার সময় সল্পতা আর ঠিকানা খুজে বের করতে না পারায় সাক্ষাৎ করতে পারিনী ।
দীর্ঘদিনের সেই কাংখিত দেখা হল আজ তাও অল্প সময়ের জন্য ।
নবীজির মসজিদের আঙিনায় বসে কফি খেতে খেতে কথা হল দুজনার যেন কত জনমের চেনা মানুষ ।
অনেক ভাল কেটেছে সময়টা , ইচ্ছে ছিল আরো কিছু সময় কথা বলার ।
কিন্তু প্রবাস জীবনে সবাই ব্যস্ত, সময়টা চলে মেপে মেপে ।
গাফফার মাহমুদ ভাই ভাল থাকুন দোয়া করি ।
আপনার দেওয়া উপহার আতর,তসবীহ, জায়নামাজ সবগুলো অনেক অনেক সুন্দর ।
আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান দান করুন , আমীন ।
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকেও দেখলাম স্বচক্ষে খুব করে দোয়া রইলো এ বন্ধুত্ব যেনো রয় অনন্ত অসীম
মসজিদে নববীতে গেলে মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির যায়গায় এসেছি ।
আমাদের জন্য মসজিদে নববীতে দোয়া করবেন আপু ।
মন্তব্য করতে লগইন করুন